৩০ বছর পূর্তিতে পরিচালকদের নানা আয়োজন by সুদীপ কুমার দীপ
এ বছরই বাংলাদেশ পরিচালক সমিতি প্রতিষ্ঠার ৩০ বছর পূর্ণ করতে যাচ্ছে। ১৯৮১ সালের ২৭ ডিসেম্বর এফডিসির আবদুল জব্বার খান পাঠাগারে ৪০ জন সদস্য নিয়ে সমিতিটি যাত্রা শুরু করে। সমিতির ৩০ বছর পূর্তিতে পরিচালকরা এবার জোর উদ্যোগ নিয়েছেন। ২৩ ডিসেম্বর থেকে ঢাকার বলাকা, মধুমিতা, সনি ও এশিয়া প্রেক্ষাগৃহে তাঁরা আয়োজন করছেন কালজয়ী পরিচালকদের নির্মিত ছবির প্রদর্শন। সপ্তাহজুড়ে অন্তত ৩০টি ছবি সেখানে প্রদর্শিত হবে।
এ ছাড়া ২৮ ও ২৯ ডিসেম্বর এফডিসিতে থাকছে সেমিনার। সেখানে তথ্যমন্ত্রী, শিল্পমন্ত্রীসহ অন্য সংসদ সদস্যদের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরাও উপস্থিত থাকবেন। তবে আয়োজনের মধ্যে সবচেয়ে বড় চমক থাকছে ৩০ ডিসেম্বর। এদিন মিরপুর শেরে বাংলা ইনডোর স্টেডিয়ামে কমপক্ষে ১০০ শিল্পীর অংশগ্রহণে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সেখানে নাচ, গান, রম্য নাটক, একক অভিনয় থেকে শুরু করে চলচ্চিত্রে পরিচালকদের অবদান সম্পর্কে একটি ধারা বর্ণনা থাকবে। অনুষ্ঠানটির মূল পরিকল্পনা ও গ্রন্থনায় থাকছেন হানিফ সংকেত। আয়োজন সম্পর্কে পরিচালক সমিতির সাধারণ সম্পাদক এফ আই মানিক বলেন, 'মূলত আমাদের পূর্বসূরিদের সম্মান জানাতেই আমরা এ আয়োজন করতে যাচ্ছি। আশা করি, শুধু প্রশাসন নয়, সাধারণ জনগণও আমাদের সহযোগিতা করবে।'
No comments