বার্সা-ইন্টারের 'সেরা' হওয়ার ম্যাচ
চ্যাম্পিয়নস লিগের একটি মাত্র গ্রুপেই দুই ম্যাচ হাতে রেখে নিশ্চিত হয়ে গেছে নক আউট পর্বের দুই দল। 'এইচ' গ্রুপে আজ মুখোমুখি হচ্ছে সেই দুই দল। কেবল গ্রুপ চ্যাম্পিয়নশিপ নির্ধারণ বাকি বলে এই লড়াইয়ের গুরুত্ব কম থাকার কথা। এই দুই দলের দ্বৈরথই আজকের হাইলাইটস। দল দুটির নাম যে বার্সেলোনা ও এসি মিলান।বার্সার মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচটি শেষ হয়েছিল ২-২ গোলে। আজকের লড়াই সানসিরোতে।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা সেখানে যাচ্ছে ইনজুরিতে পড়া আন্দ্রেস ইনিয়েস্তা এবং সাসপেনশনে থাকা দানি আলভেজকে ছাড়া। আর মিলানের একাদশে ফিরছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ইনজুরির কারণে সাবেক ক্লাব বার্সেলোনার বিপক্ষে ন্যু ক্যাম্পের ম্যাচটি যিনি মিস করেছিলেন। আজকের মহারণে বাড়তি মসলা যোগ করছেন এ সুইডিশ স্ট্রাইকার।
তবে এ নিয়ে মাতামাতি করতে রাজি নন ইব্রা, 'ওই ম্যাচটি আমি খুব করে খেলতে চেয়েছিলাম। কিন্তু ইনজুরিতে পড়ে গেলাম। এতে হতাশ হয়েছি ঠিকই, তবে নিজের পুরনো দলের বিপক্ষে খেলাটিকে ব্যক্তিগত প্রতিশোধের মঞ্চ হিসেবে নেওয়ার কিছু নেই। অবশ্যই এটি আবেগের ম্যাচ, বড় ম্যাচ, তবে শেষ পর্যন্ত তা অন্য যেকোনো ম্যাচের মতোই।' দারুণ এক ম্যাচের প্রত্যাশার কথা জানিয়ে বার্সা ছাড়ার কারণও বলেছেন তিনি, 'আশা করি খুব রোমাঞ্চকর এক ম্যাচ হবে এটি। কোনো সন্দেহ নেই, আমরা বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলব। এমনকি যখন আমি বার্সা ছাড়ি, এটি জেনেই এসেছি যে বিশ্বসেরা ক্লাব ছেড়ে যাচ্ছি। তবে আমার এবং অন্য সংশ্লিষ্টদের জন্য এটিই ছিল সেরা সমাধান।'
১০ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার ওপরে এখন বার্সা। তাদের দুই পয়েন্ট পেছনে মিলান। আজ নিজেদের মিলানের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার প্রত্যাশা স্প্যানিশ ডিফেন্ডার কার্লোস পুয়োলের, 'এ ম্যাচে খেলার জন্য আমরা সবাই উন্মুখ। আমি ব্যক্তিগতভাবে মিলানের বিপক্ষে খেলা সব সময়ই উপভোগ করি। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এক ম্যাচ। আমরা সেখানে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলে ফল পক্ষে নিয়ে আসার চেষ্টা করব।'
'ই' গ্রুপে বায়ার লেভারকুসেনের বিপক্ষে জিতলেই পরের রাউন্ডে উঠে যাবে চেলসি। সেই সঙ্গে কোচ আন্দ্রেস ভিলাস-বোয়াসের ওপর চাপও কমবে খানিকটা। সপ্তাহান্তে লিভারপুলের কাছে হেরে যায় 'ব্লুজ'। লিগে সর্বশেষ চার ম্যাচে এটি তাদের তৃতীয় হার। গাস হিডিঙ্ককে চেলসিতে ফেরানোর একটা ফিসফাস তাই শুরু হয়ে গেছে। তা শুনে মহাক্ষিপ্ত ভিলাস-বোয়াস, 'পোর্তো থেকে আমাকে ১৫ মিলিয়ন ইউরো দিয়ে বিদায় করে দেওয়ার জন্য নিয়ে আসেনি চেলসি।' কিন্তু আজ যদি পা হড়কায়, তাহলে রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য তো মরিয়া হয়ে আছেন চেলসির মালিক। এ গ্রুপে ৮ পয়েন্ট নিয়ে এখন সবার ওপরে ইংলিশ ক্লাবটি। ৬ পয়েন্ট লেভারকুসেনের। গ্রুপের অন্য ম্যাচে আজ লড়বে ভ্যালেন্সিয়া (৫ পয়েন্ট) ও জেঙ্ক (২ পয়েন্ট)।
'এফ' গ্রুপে মুখোমুখি হচ্ছে ফর্ম ফিরে পাওয়া দুই দল আর্সেনাল ও বরুসিয়া ডর্টমুন্ড। ৮ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার ওপরে ইংলিশ ক্লাবটি। আর জার্মানরা ৪ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। আজ নিজেদের মাঠ এমিরেটসে জিতলেই টানা দ্বাদশ মৌসুম ইউরোপসেরা প্রতিযোগিতার নক আউট পর্বে উত্তরণ নিশ্চিত হবে আর্সেনালের। প্রতিযোগিতায় নিজেদের মাঠে সর্বশেষ ৩৬ ম্যাচে কেবল একবারই হেরেছে তারা। আর জার্মান প্রতিপক্ষের বিপক্ষে এমিরেটসে জিতেছে সর্বশেষ পাঁচ ম্যাচই। এসব পরিসংখ্যান আর্সেন ওয়েঙ্গারের দলকে আত্মবিশ্বাস জোগাবে নিঃসন্দেহে।
তবে আত্মবিশ্বাসের জ্বালানি আরো বেশি করে জোগাবে তাদের ফর্ম। প্রিমিয়ার লিগে সর্বশেষ পাঁচ ম্যাচে জিতেছে তারা, অপরাজিত সর্বশেষ ৮ ম্যাচে। অথচ মৌসুমের শুরুতে সেরা দুই খেলোয়াড় সেস্ক ফ্যাব্রেগাস ও নাসির নাসরিকে বিক্রি করে কী যাচ্ছেতাই অবস্থা হয়েছিল! একের পর এক হার, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তো খেয়ে বসেছিল ৮ গোল! সেই দিনগুলো ভোলেননি কোচ ওয়েঙ্গার, 'পাঁচ সপ্তাহ আগে লিগ টেবিলে আমরা ছিলাম ১৭ নম্বরে। রেলিগেশন এড়ানোর জন্য লড়তে হবে কি না, এমন প্রশ্নের উত্তরও তখন দিতে হয়েছে। তখনই বলেছিলাম, ফুটবলে সব কিছু দ্রুত বদলে যেতে পারে। দেখছেন না, এখন আবার আমরা কী শক্তিশালী অবস্থানে চলে এসেছি!'
জার্মান চ্যাম্পিয়ন ববুসিয়া ডর্টমুন্ডের মৌসুমের শুরুটাও আলোকিত ছিল না। সর্বশেষ ম্যাচে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়ে নিজেদের সেরাতে ফেরার ইঙ্গিত দিয়েছে তারা। এবার কষছে আর্সেনালবধের ছক। গ্রুপের অন্য ম্যাচে খেলবে মার্শেই-অলিম্পিয়াকোস।
তারকা ক্লাবে ঝলসানো এ চ্যাম্পিয়নস লিগে খানিকটা ম্যাড়মেড়ে লাগবে 'জি' গ্রুপ। ইউরোপিয়ান কোনো পরাশক্তি যে নেই সেখানে! আজ এই গ্রুপে লড়বে জেনিত (৭)-অ্যাপোয়েল (৮) এবং শাখতার দনেৎস্ক (২)-পোর্তো (৪)। এএফপি, ওয়েবসাইট
তবে এ নিয়ে মাতামাতি করতে রাজি নন ইব্রা, 'ওই ম্যাচটি আমি খুব করে খেলতে চেয়েছিলাম। কিন্তু ইনজুরিতে পড়ে গেলাম। এতে হতাশ হয়েছি ঠিকই, তবে নিজের পুরনো দলের বিপক্ষে খেলাটিকে ব্যক্তিগত প্রতিশোধের মঞ্চ হিসেবে নেওয়ার কিছু নেই। অবশ্যই এটি আবেগের ম্যাচ, বড় ম্যাচ, তবে শেষ পর্যন্ত তা অন্য যেকোনো ম্যাচের মতোই।' দারুণ এক ম্যাচের প্রত্যাশার কথা জানিয়ে বার্সা ছাড়ার কারণও বলেছেন তিনি, 'আশা করি খুব রোমাঞ্চকর এক ম্যাচ হবে এটি। কোনো সন্দেহ নেই, আমরা বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলব। এমনকি যখন আমি বার্সা ছাড়ি, এটি জেনেই এসেছি যে বিশ্বসেরা ক্লাব ছেড়ে যাচ্ছি। তবে আমার এবং অন্য সংশ্লিষ্টদের জন্য এটিই ছিল সেরা সমাধান।'
১০ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার ওপরে এখন বার্সা। তাদের দুই পয়েন্ট পেছনে মিলান। আজ নিজেদের মিলানের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার প্রত্যাশা স্প্যানিশ ডিফেন্ডার কার্লোস পুয়োলের, 'এ ম্যাচে খেলার জন্য আমরা সবাই উন্মুখ। আমি ব্যক্তিগতভাবে মিলানের বিপক্ষে খেলা সব সময়ই উপভোগ করি। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এক ম্যাচ। আমরা সেখানে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলে ফল পক্ষে নিয়ে আসার চেষ্টা করব।'
'ই' গ্রুপে বায়ার লেভারকুসেনের বিপক্ষে জিতলেই পরের রাউন্ডে উঠে যাবে চেলসি। সেই সঙ্গে কোচ আন্দ্রেস ভিলাস-বোয়াসের ওপর চাপও কমবে খানিকটা। সপ্তাহান্তে লিভারপুলের কাছে হেরে যায় 'ব্লুজ'। লিগে সর্বশেষ চার ম্যাচে এটি তাদের তৃতীয় হার। গাস হিডিঙ্ককে চেলসিতে ফেরানোর একটা ফিসফাস তাই শুরু হয়ে গেছে। তা শুনে মহাক্ষিপ্ত ভিলাস-বোয়াস, 'পোর্তো থেকে আমাকে ১৫ মিলিয়ন ইউরো দিয়ে বিদায় করে দেওয়ার জন্য নিয়ে আসেনি চেলসি।' কিন্তু আজ যদি পা হড়কায়, তাহলে রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য তো মরিয়া হয়ে আছেন চেলসির মালিক। এ গ্রুপে ৮ পয়েন্ট নিয়ে এখন সবার ওপরে ইংলিশ ক্লাবটি। ৬ পয়েন্ট লেভারকুসেনের। গ্রুপের অন্য ম্যাচে আজ লড়বে ভ্যালেন্সিয়া (৫ পয়েন্ট) ও জেঙ্ক (২ পয়েন্ট)।
'এফ' গ্রুপে মুখোমুখি হচ্ছে ফর্ম ফিরে পাওয়া দুই দল আর্সেনাল ও বরুসিয়া ডর্টমুন্ড। ৮ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার ওপরে ইংলিশ ক্লাবটি। আর জার্মানরা ৪ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। আজ নিজেদের মাঠ এমিরেটসে জিতলেই টানা দ্বাদশ মৌসুম ইউরোপসেরা প্রতিযোগিতার নক আউট পর্বে উত্তরণ নিশ্চিত হবে আর্সেনালের। প্রতিযোগিতায় নিজেদের মাঠে সর্বশেষ ৩৬ ম্যাচে কেবল একবারই হেরেছে তারা। আর জার্মান প্রতিপক্ষের বিপক্ষে এমিরেটসে জিতেছে সর্বশেষ পাঁচ ম্যাচই। এসব পরিসংখ্যান আর্সেন ওয়েঙ্গারের দলকে আত্মবিশ্বাস জোগাবে নিঃসন্দেহে।
তবে আত্মবিশ্বাসের জ্বালানি আরো বেশি করে জোগাবে তাদের ফর্ম। প্রিমিয়ার লিগে সর্বশেষ পাঁচ ম্যাচে জিতেছে তারা, অপরাজিত সর্বশেষ ৮ ম্যাচে। অথচ মৌসুমের শুরুতে সেরা দুই খেলোয়াড় সেস্ক ফ্যাব্রেগাস ও নাসির নাসরিকে বিক্রি করে কী যাচ্ছেতাই অবস্থা হয়েছিল! একের পর এক হার, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তো খেয়ে বসেছিল ৮ গোল! সেই দিনগুলো ভোলেননি কোচ ওয়েঙ্গার, 'পাঁচ সপ্তাহ আগে লিগ টেবিলে আমরা ছিলাম ১৭ নম্বরে। রেলিগেশন এড়ানোর জন্য লড়তে হবে কি না, এমন প্রশ্নের উত্তরও তখন দিতে হয়েছে। তখনই বলেছিলাম, ফুটবলে সব কিছু দ্রুত বদলে যেতে পারে। দেখছেন না, এখন আবার আমরা কী শক্তিশালী অবস্থানে চলে এসেছি!'
জার্মান চ্যাম্পিয়ন ববুসিয়া ডর্টমুন্ডের মৌসুমের শুরুটাও আলোকিত ছিল না। সর্বশেষ ম্যাচে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়ে নিজেদের সেরাতে ফেরার ইঙ্গিত দিয়েছে তারা। এবার কষছে আর্সেনালবধের ছক। গ্রুপের অন্য ম্যাচে খেলবে মার্শেই-অলিম্পিয়াকোস।
তারকা ক্লাবে ঝলসানো এ চ্যাম্পিয়নস লিগে খানিকটা ম্যাড়মেড়ে লাগবে 'জি' গ্রুপ। ইউরোপিয়ান কোনো পরাশক্তি যে নেই সেখানে! আজ এই গ্রুপে লড়বে জেনিত (৭)-অ্যাপোয়েল (৮) এবং শাখতার দনেৎস্ক (২)-পোর্তো (৪)। এএফপি, ওয়েবসাইট
No comments