ইভেন্ট অব দ্য উইক-হাসি-গানে কাটল দিন by পিন্টু রঞ্জন অর্ক

ন্ধুদের কেউ দুষ্টুমির ছলে আবীরে রাঙিয়ে দিচ্ছে বন্ধুর মুখ, টি-শার্টে মনের কথা লিখছে কেউ, কারো ব্যস্ততা স্মরণীয় এসব দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখতে। ছেলেদের গায়ে মেরুন রঙের টি-শার্ট। তাতে লেখা, 'মনের গহিনে প্রদীপ জ্বেলে এসো বন্ধু বিদায় জানাই'। মেয়েরা পরেছেন আকাশি নীল শাড়ি। ১৭ নভেম্বর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের 'র‌্যাগ ডে' অনুুষ্ঠান।


বিভাগের পক্ষ থেকে প্রথমবারের মতো এমন আয়োজন, তাই উচ্ছ্বাসটা একটু বেশি_হাসিমুখে জানালেন তৃতীয় বর্ষের ছাত্র রাসেল। সকাল ১০টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় আয়োজন। উদ্বোধন করেন অধ্যাপক ড. রফিকুল্লাহ খান। মধ্যাহ্নভোজের পর আর সি মজুমদার থিয়েটার হলে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান, আবৃত্তি ছাড়াও নাটকের মাধ্যমে রাত অবধি দর্শকদের মাতিয়ে রাখেন বিদায়ী ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানের সবচেয়ে উপভোগ্য ছিল 'আঞ্চলিক ভাষায় ভাব বিনিময়' পর্ব। যেখানে নিজের আঞ্চলিক ভাষায় পরস্পরের সঙ্গে ভাব বিনিময় করেন ছাত্রছাত্রীরা। ক্যাম্পাসজীবনের স্মৃতিচারণা করতে গিয়ে সাবেক ছাত্রী শারমীন বলেন, 'কোনো কাজ না থাকলেও কয়েক বন্ধু মিলে ক্যাম্পাসে বসে আড্ডা দিতাম। এই বসে থাকার মধ্যে কী যে মধুরতা ছিল, বলে বোঝানো সম্ভব নয়।' 'যাদের সঙ্গে আগে ঝগড়া হয়েছিল, আজ তাদের সঙ্গেই কথা হলো সবচেয়ে বেশি। এই দিনটিকে কোনোভাবেই ভোলা যাবে না', আবেগভরা কণ্ঠে বললেন জেবুন্নেসা। সবশেষে এমন স্মৃতিচারণার মধ্য দিয়ে শেষ হয় 'র‌্যাগ ডে'র আয়োজন।

No comments

Powered by Blogger.