মায়াবতীকে রুখতে রাহুলের 'জনসম্পর্ক যাত্রা'

ত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীকে রুখতে জনসম্পর্ক যাত্রা শুরু করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী। আগামী বছরের শুরুতেই উত্তর প্রদেশের নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে এখনই প্রচার শুরু করেছেন রাহুল। এ সময় রাহুল উত্তর প্রদেশকে ভারতের সবচেয়ে সফল রাজ্য হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। খবর হিন্দুস্তান টাইমসের।


গতকাল মঙ্গলবার উত্তর প্রদেশের বারাবানকি জেলায় এক বিশাল জনসভা থেকে জনসম্পর্ক যাত্রা শুরু করেন রাহুল গান্ধী। জনসভায় রাহুল বলেন, কংগ্রেসকে ভোট দিয়ে উত্তর প্রদেশের সরকার গঠনের সুযোগ দেওয়া হলে পাঁচ বছরের মধ্যেই প্রদেশটি ভারতের সেরা প্রদেশ হিসেবে গড়ে তোলা হবে। তিনি মায়াবতী সরকারের সমালোচনা করে বলেন, উত্তর প্রদেশের জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হয় তার সুফল দরিদ্র জনগোষ্ঠী পাচ্ছে না। কারণ বর্তমান রাজ্য সরকার দরিদ্রদের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে না। তিনি বলেন, গত ২০ বছরে উত্তর প্রদেশের ক্ষমতাসীন বিজেপি, সমাজবাদী পার্টি, এমনকি বর্তমান ক্ষমতাসীন বহুজন সমাজবাদী পার্টির সরকার দরিদ্রদের উন্নয়নের মূলধারায় আনতে ব্যর্থ হয়েছে। কংগ্রেসকে সরকার গঠনের সুযোগ দিলে আগামী পাঁচ বছরে উন্নয়নের ছোঁয়া পেঁৗছে দেওয়া এবং উত্তর প্রদেশকে ভারতের সবচেয়ে সফল প্রদেশ হিসেবে গড়ে তোলা হবে। কংগ্রেসকে শক্তিশালী করতে যুব ও তরুণ সম্প্রদায়কে অংশগ্রহণের আহ্বান জানান রাহুল। ভবিষ্যতে রাষ্ট্রকে বদলে দিতে যুবকদের অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেন তিনি। রাহুল বলেন, আপনাদের অংশগ্রহণে কংগ্রেসের হাত শক্তিশালী হবে। কংগ্রেস সমাজের প্রতিটি স্তরে কাজ করতে পারবে আর দেশের প্রত্যেক ব্যক্তির কাছে উন্নয়ন পেঁৗছানোই কংগ্রেসের উদ্দেশ্য। তিনি বলেন, কংগ্রেস শাসনামলে ভারতের উন্নয়ন দ্রুতগতিতে হলেও উত্তর প্রদেশ এখনও পিছিয়ে রয়েছে। যদি এ অবস্থা চলতে থাকে তবে আপনারা চাকরির জন্য নিজ প্রদেশ ছেড়ে পাঞ্জাব, হরিয়ানার মতো প্রদেশগুলোতে যাবেন। উত্তর প্রদেশের আসন্ন নির্বাচনে জেতার আশা করে রাহুল বলেন, কংগ্রেস কর্মীরাই আমাদের মেরুদণ্ড, আগামী অ্যাসেম্বলি নির্বাচনে কর্মীরাই কংগ্রেসকে জেতাবে। কারণ আমি বিশ্বাস, যারা সত্যকে অনুসরণ করে ক্ষমতা তাদের হাতেই আসে।

No comments

Powered by Blogger.