জমে উঠেছে বিসিএস আইসিটি মেলা

মে উঠেছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী তথ্যপ্রযুক্তি প্রদর্শনী 'বিসিএস আইসিটিওয়ার্ল্ড ২০১১'। গতকাল প্রযুক্তিপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। এ ছাড়া মেলার ওয়েব ফেয়ারেও দর্শক সমাগম লক্ষ্য করা গেছে। মেলায় প্রায় প্রতিটি পণ্যে ছাড় ও উপহার দেওয়ায় বিক্রিও বেড়েছে বলে আয়োজক সূত্র জানায়।
প্রযুক্তিপণ্য প্রদর্শনের পাশাপাশি গতকাল ফ্রিল্যান্স আউটসোর্সিং এবং 'প্রজেক্ট ম্যানেজমেন্ট :গ্গ্নোবাল স্ট্যান্ডার্ড' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ফ্রিল্যান্স আউটসোর্সিং সেমিনারে আউটসোর্সিংয়ের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি আফতাব উল ইসলাম, আইএসপিএবির সভাপতি আখতারুজ্জামান মঞ্জু, বিসিএস সভাপতি মোস্তাফা জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান। প্রদর্শনীতে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল সেলিব্রেটি আড্ডা, প্রোডাক্ট শো, আইপি টিভি, অনলাইন রেডিও, ইন্টারনেট গেমিং উপভোগের ব্যবস্থা। মেলায় বাংলালায়ন দিচ্ছে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট বিনামূল্যে ব্যবহারের সুযোগ। বাংলালায়নের চেয়ারম্যান মেজর [অব.] আবদুল মান্নান বলেন, মেলার সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। মেলা থেকে সহজেই চতুর্থ প্রজেন্মের ইন্টারনেট অভিজ্ঞতা নেওয়া যাবে। আজ মাল্টিমিডিয়া প্রযুক্তি এবং সফটওয়্যারের প্যাটেন্ট নিয়ে দুটি সেমিনার অনুষ্ঠিত হবে। মেলা সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।
প্রযুক্তি প্রতিদিন ডেস্ক

No comments

Powered by Blogger.