এক রাতের ফুল

দ্ভিদবিজ্ঞানীরা এই প্রথম দুর্লভ প্রজাতির অর্কিড ফুল আবিষ্কার করেছেন। সোনালি হলুদ রঙের এ ফুলগুলো দেখা গেছে পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন দ্বীপে। এ বিশেষ অর্কিডের ফুলগুলো শুধু রাতেই ফোটে। তবে এর বিচিত্র স্বভাব সম্বন্ধে বিজ্ঞানীরা এখনও বিস্তারিত জানতে পারেননি। নেদারল্যান্ডসের এক উদ্ভিদবিজ্ঞানী নিউগিনিতে অভিযান পরিচালনার সময় এর সন্ধান পান। লিনিয়ান সোসাইটির বোটানিক্যাল জার্নালে এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তিনি


বলেন, ফুলের দুটি উন্মুক্ত পাপড়ি দেখতে খোলা তলোয়ারের মতো। ইডি ডে ভোগেল বহু বছর ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপগুলোর নিম্নাঞ্চলীয় রেইন ফরেস্টে উদ্ভিদ নিয়ে গবেষণারত। এই প্রথম তিনি এক বিচিত্র ফুলের সন্ধান পেয়েছেন, যেটি সূর্যাস্তের পর প্রস্ফুটিত হয় এবং সূর্যোদয়ের কয়েক ঘণ্টা পর ঝরে পড়ে। তিনি বলেন, এটি আগের 'নাইট কুইন' (ই.হড়পঃঁৎহঁস) প্রজাতির ফুল নয়, যেগুলো সচরাচর রাতে ফোটে। এর আয়ু মাত্র একদিন। ভোগেল বলেন, নতুন এ ফুল ইঁষনড়ঢ়যুষষঁস প্রজাতির। এ অর্কিড পরিবারে অন্তত দু'হাজার প্রজাতির ফুল রয়েছে। তিনি বলেন, এ ফুলে ক্ষুদ্রাকৃতির মাছির মাধ্যমে পরাগায়ণ হয়ে থাকে। মাছিগুলো সম্ভবত ছত্রাক মনে করে এতে রাতে ডিম দেয়। এই ফুলের গন্ধ পরাগায়ণের জন্য মাছিগুলোকে অনেক দূর থেকে আকৃষ্ট করে। তবে এ এলাকায় ব্যাপক হারে বনাঞ্চল ধ্বংসের কারণে বহু দুর্লভ প্রজাতির অর্কিড পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাচ্ছে বলে ড. ভোগেল আশঙ্কা প্রকাশ করেন। দ্য মেইল।

No comments

Powered by Blogger.