অবহেলিতদের মাঝে শেরপুর সুহৃদ by দবাশীষ ভট্টাচার্য
শেরপুরে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে গত ২৫ অক্টোবর মঙ্গলবার সকালে হরিজন ও বাসফোর সম্প্রদায়ের অবহেলিত শতাধিক শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে শেরপুর শহরের শীতলপুর হরিজন পল্লীতে সমকালের শেরপুর প্রতিনিধি এ অনুষ্ঠানের আয়োজন করেন। এ উপলক্ষে সকালে জেলা সুহৃদ সমাবেশের বন্ধুদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা সুহৃদ সমাবেশের সভাপতি মুক্তিযোদ্ধা তালাফতুফ হোসেন মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সুহৃদ সমাবেশ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ-আল-কাউসার, সদস্য মোঃ খোকন মিয়া, উকিল উদ্দিন, আবুল হাসান, আশরাফুল আলম, রবিউল আউয়াল, জাকারিয়া, সুরুজ মিয়া প্রমুখ। এ সময় হরিজন পল্লীর সভাপতি স্বপন হরিজন ও সাধারণ সম্পাদক টিংকু হরিজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৫ থেকে ১২ বছর বয়সী শতাধিক হরিজন ও বাসফোর ছেলেমেয়েদের মধ্যে সকালের খাবার মুখে তুলে দেন সুহৃদ সদস্যরা। পরে প্রত্যেক ছেলেমেয়েকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো কর্মসূচি শেষে ওইদিন সকাল ১১টায় সুহৃদ সদস্যরা জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন। এতে শেরপুরের সিভিল সার্জন ডা. মাইনুদ্দিন মিয়া, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ সভাপতি ডা. আবদুল বারেক তোতা, সদর উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সামাদ, জেলা বিএমএ সভাপতি ডা. এটিএম মামুন জোস প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় সিভিল সার্জন ডা. মাইনুদ্দিন মিয়া বলেন, দলিত সম্প্রদায়ের শিশুদের অনেকেই অবহেলার চোখে দেখে। এ শিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে হবে। তাহলে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তারা অংশগ্রহণ করতে পারবে। তিনি বলেন, সমকাল সুহৃদ সদস্যরা হরিজন ও বাসফোর শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওনোর যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবি রাখে। এ উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে। গত ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে শেরপুরে ৫ থেকে ১২ বছর বয়সী ৩ লাখ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।
হ জেলা প্রতিনিধি, শেরপুর
হ জেলা প্রতিনিধি, শেরপুর
No comments