রায়নার ব্যাটে ভারত ২২৬
চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যানেরা। তবে সুরেশ রায়নার ৮৩ রানের ধৈর্যশীল এক ইনিংসের ওপর ভর করে শেষ পর্যন্ত সংগ্রহটা একেবারে খারাপ হয়নি ভারতীয় দলের। ইনিংসের দুই বল বাকি থাকতে ২২৬ রানে অলআউট হয় স্বাগতিকেরা।
ধরমশালায় সিরিজের শেষ ওয়ানডেতে আজ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকের সিদ্ধান্তটা যে সঠিক ছিল, তা শুরুতেই প্রমাণ করেন বোলাররা। ব্রেসনান-ট্রেডওয়েলদের দাপটে দ্রুতই লন্ডভন্ড হয়ে যায় ভারতের টপ অর্ডার।দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় ভারত। দলীয় সংগ্রহ ৫০ স্পর্শ করার আগেই চারটি উইকেট হারিয়ে বসে মহেন্দ্র সিং ধোনির দল। দুই উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর ও রোহিত শর্মা করেন যথাক্রমে ২৪ ও ৪ রান। ‘গোল্ডেন ডাক’ মারেন বিরাট কোহলি। কোহলির মতো রানের খাতা খোলার সুযোগ পাননি যুবরাজ সিংও। তবে দলের এই বিপর্যয়ে হাল ধরেন সুরেশ রায়না।
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এগিয়ে যেতে থাকেন রায়না। ধোনি অবশ্য বেশিদূর যেতে পারেননি, আউট হন ব্যক্তিগত ১৫ রানে। এর পর রায়নার সঙ্গী হন রবীন্দ্র জাদেজা। সঙ্গটা ভালোই দিয়েছেন জাদেজা। সাজঘরে ফেরার আগে খেলেন ৩৯ রানের অসাধারণ এক ইনিংস। ভারতের সংগ্রহ তখন ১৫৭ রান। রায়না ফেরেন দলীয় ১৭৭ রানে। মিডল অর্ডার এই ব্যাটসম্যানের ৯৮ বলে ৮৩ রানের ইনিংসটিতে ছিল আটটি চার ও দুটি ছয়ের মার।
রায়নার বিদায়ের পর রানের চাকা সচল রাখেন রবিচন্দ্রন অশ্বিন ও ভুবনেশ্বর কুমার। অশ্বিন ২১ বলে করেন ১৯ রান। ৩০ বলে ভুবনেশ্বর করেন ৩১ রান।
ভারতীয় ব্যাটসম্যানদের আজ সবচেয়ে বেশি ভুগিয়েছেন টিম ব্রেসনান। ৪৫ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নেন এই মিডিয়াম ফাস্ট বোলার। স্টিফেন ফিন ও জেমস ট্রেডওয়েল শিকার করেন দুটি করে উইকেট। সূত্র: ক্রিকইনফো।
No comments