পাকিস্তান-যুক্তরাষ্ট্রের সম্পর্ক বউ-শাশুড়ির মতো
অম্ল-মধুর সম্পর্কের বেড়াজালে বন্দী পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক। কিছুটা অবিশ্বাসেরও। বিশেষ করে যুক্তরাষ্ট্র বহুদিন থেকে অভিযোগ করে আসছে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত না হওয়ার। তবে এই দুটি দেশের সম্পর্ককে নতুন করে সংজ্ঞায়িত করেছেন পাকিস্তানের এক নারী। আর এই সংজ্ঞা তিনি দিয়েছেন খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সামনে। সেই নারী বলেছেন, ‘পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেকটাই বউ-শাশুড়ির সম্পর্কের মতো টক-ঝাল-মিষ্টি।’
ইসলামাবাদ সফররত হিলারির উপস্থিতিতে গতকাল শুক্রবার একটি অনুষ্ঠানে খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি নারী সংগঠনে কর্মরত শামামা নামের ওই নারী বলেন, ‘পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কটা বউ-শাশুড়ির মতো। এ ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকাটা বউয়ের, যে সব সময় শাশুড়ির মন জুগিয়ে চলার চেষ্টা করে, কিন্তু শাশুড়ির মন কিছুতেই ভরে না। যুক্তরাষ্ট্রের ব্যাপারটি শাশুড়ির মতোই।’
শামামার এই মন্তব্যে অট্টহাস্যে ফেটে পড়েন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি। তাঁর অভিব্যক্তিই বলে দিচ্ছিল, তিনি প্রচণ্ড মজা পেয়েছেন শামামার কথায়।
শামামা অনুষ্ঠানে মাইক নিয়ে বলেন, ‘পাকিস্তান কিন্তু যুক্তরাষ্ট্রের কথামতো সবকিছুই করছে, সন্ত্রাসবিরোধী যুদ্ধের অনলেও পুড়তে হচ্ছে আমাদের দেশকে। কিন্তু তাতেও যুক্তরাষ্ট্রের মন ভরছে না।’ শামামার এই মন্তব্য তুমুল করতালির মধ্য দিয়ে স্বাগত জানান সেই অনুষ্ঠানে উপস্থিত সবাই।
এই মন্তব্যের জবাবে হাসতে হাসতে হিলারি বলেন, ‘আমি আপনার কথা মন দিয়ে অনুধাবন করতে পারছি। কারণ আমিও একজন শাশুড়ি। আমারও একজন শাশুড়ি ছিলেন।’ তিনি বলেন, ‘আশা করি, সমস্যাটির সমাধানে আমি ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে আমি অবদান রাখতে পারব।’
সম্প্রতি পাকিস্তানে লুকিয়ে থাকা অবস্থায় ওসামা বিন লাদেনের মার্কিন গোয়েন্দাদের হাতে ধরা পড়া এবং সিআইয়ের একজন এজেন্ট পাকিস্তানি নিরাপত্তারক্ষীদের হাতে আটক হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। হিলারি ক্লিনটনের পাকিস্তান সফরের মূল উদ্দেশ্যই হচ্ছে দুই দেশের মধ্যকার অবিশ্বাসের সম্পর্কের উন্নয়ন ও পাকিস্তানের ওপর নানা ব্যাপারে চাপ সৃষ্টি করা।
ইসলামাবাদের সেই অনুষ্ঠানে শামামার মন্তব্যের জবাবে হিলারি বলেন, ‘যদি শাশুড়ি প্রকৃত শাশুড়িই হয়ে থাকেন, তাহলে অবশ্যই তাঁর উচিত বউয়ের মন জোগানোর জন্য নতুন কিছু পন্থা বের করা।’ এনডিটিভি অনলাইন।
শামামার এই মন্তব্যে অট্টহাস্যে ফেটে পড়েন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি। তাঁর অভিব্যক্তিই বলে দিচ্ছিল, তিনি প্রচণ্ড মজা পেয়েছেন শামামার কথায়।
শামামা অনুষ্ঠানে মাইক নিয়ে বলেন, ‘পাকিস্তান কিন্তু যুক্তরাষ্ট্রের কথামতো সবকিছুই করছে, সন্ত্রাসবিরোধী যুদ্ধের অনলেও পুড়তে হচ্ছে আমাদের দেশকে। কিন্তু তাতেও যুক্তরাষ্ট্রের মন ভরছে না।’ শামামার এই মন্তব্য তুমুল করতালির মধ্য দিয়ে স্বাগত জানান সেই অনুষ্ঠানে উপস্থিত সবাই।
এই মন্তব্যের জবাবে হাসতে হাসতে হিলারি বলেন, ‘আমি আপনার কথা মন দিয়ে অনুধাবন করতে পারছি। কারণ আমিও একজন শাশুড়ি। আমারও একজন শাশুড়ি ছিলেন।’ তিনি বলেন, ‘আশা করি, সমস্যাটির সমাধানে আমি ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে আমি অবদান রাখতে পারব।’
সম্প্রতি পাকিস্তানে লুকিয়ে থাকা অবস্থায় ওসামা বিন লাদেনের মার্কিন গোয়েন্দাদের হাতে ধরা পড়া এবং সিআইয়ের একজন এজেন্ট পাকিস্তানি নিরাপত্তারক্ষীদের হাতে আটক হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। হিলারি ক্লিনটনের পাকিস্তান সফরের মূল উদ্দেশ্যই হচ্ছে দুই দেশের মধ্যকার অবিশ্বাসের সম্পর্কের উন্নয়ন ও পাকিস্তানের ওপর নানা ব্যাপারে চাপ সৃষ্টি করা।
ইসলামাবাদের সেই অনুষ্ঠানে শামামার মন্তব্যের জবাবে হিলারি বলেন, ‘যদি শাশুড়ি প্রকৃত শাশুড়িই হয়ে থাকেন, তাহলে অবশ্যই তাঁর উচিত বউয়ের মন জোগানোর জন্য নতুন কিছু পন্থা বের করা।’ এনডিটিভি অনলাইন।
No comments