গাদ্দাফি শহীদ হয়েছেন

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে হত্যার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ। তিনি এ ঘটনাকে ‘বর্বরোচিত’ ঘটনা বলে উল্লেখ করে বলেন, গাদ্দাফি ‘শহীদ’ হয়েছেন। চিকিৎসা শেষে কিউবা থেকে গত বৃহস্পতিবার দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
চাভেজ বলেন, দুঃখজনক হলেও এটা নিশ্চিত যে গাদ্দাফি মারা গেছেন। তিনি বলেন, ওরা তাঁকে হত্যা করেছে। এটি আরেকটি বর্বরোচিত হামলা। আমরা তাঁকে সারা জীবন একজন মহান যোদ্ধা, বিপ্লবী ও শহীদ হিসেবে স্মরণ করব।
গত ফেব্রুয়ারিতে গাদ্দাফি সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরুর পর থেকে প্রেসিডেন্ট চাভেজ লিবিয়ার এই নেতাকে সমর্থন দিয়ে আসছেন। তাঁর অভিযোগ, ন্যাটো গাদ্দাফিবিরোধী আন্দোলনকে ব্যবহার করে লিবিয়ার তেলসম্পদ কুক্ষিগত করার চেষ্টা করছে।
২০০৪ সালে চাভেজ গাদ্দাফির ঘোষিত মানবাধিকার রক্ষাবিষয়ক আল-গাদ্দাফি আন্তর্জাতিক পুরস্কার পান।
‘ক্যানসার থেকে মুক্ত’: চাভেজ বলেছেন, তিনি এখন ক্যানসার থেকে পুরোপুরি মুক্ত। চার দফা কেমো নেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘চিকিৎসা পুরোপুরি শেষ হয়েছে। এ পরীক্ষায় আমি সর্বোচ্চ নম্বর পেয়েছি।

No comments

Powered by Blogger.