অন্তর্বর্তী সরকার এনটিসি

লিবিয়ায় গাদ্দাফিবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দেয় দেশটির বিদ্রোহীদের গঠিত ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি)। গত ১৫ ফেব্রুয়ারি গাদ্দাফিবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার দুই দিন পর ১৭ ফেব্রুয়ারি এনটিসি গঠিত হয়। তবে ২৭ ফেব্রুয়ারি এনটিসি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় বেনগাজিতে। গত ১৬ সেপ্টেম্বর জাতিসংঘ লিবিয়ার একমাত্র বৈধ কর্তৃপক্ষ হিসেবে এনটিসিকে অনুমোদন দেয়।
এনটিসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন দেশটির সাবেক বিচারমন্ত্রী মোস্তফা আবদেল জলিল। বিদ্রোহীরা লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি দখল করলে সেখানে এনটিসির সদর দপ্তর স্থাপন করা হয়। আগস্টের শেষ দিকে ত্রিপোলিতে গাদ্দাফির পতনের পর সদর দপ্তর ত্রিপোলিতে স্থানান্তর করা হয়।
এনটিসির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল হাফিজ ঘোগা। প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মাহমুদ জিবরিল। এনটিসি মূলত লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করছে।

No comments

Powered by Blogger.