'অনুজ্জ্বল' নেইমারের জন্য মেনেজেস দায়ী!

নেইমারের মাঝে বিশ্বসেরা ফুটবলারের ছবি দেখছেন অনেক ফুটবলবোদ্ধা আর নামিদামি সাবেক তারকা। সান্তোস সভাপতি লুই আলভেরো রিবেইরো তবু খুশি নন। নেইমারকে নিয়ে তাঁর কোনো অভিযোগ নেই। তবে অসন্তুষ্ট তিনি জাতীয় দলের কোচ মানো মেনেজেসের ওপর। আলভেইরোর দাবি, নেইমারকে এখনো সেরা ভূমিকায় উপস্থাপিতই করতে পারেননি ব্রাজিল কোচ। উল্টো দলীয় ব্যর্থতা বা প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় তাঁর ওপর অযাচিতভাবে চাপ বাড়ছে বলেই মনে করেন সান্তোস সভাপতি। তাঁর আহ্বান নেইমারের এই মানসিক অবস্থা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হোক, 'সে (নেইমার) যে পরিমাণ চাপ ও যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে এটা অবশ্যই ভেবে দেখা উচিত।


মানো তার কাছ থেকে এখনো সেরাটা বের করে নিয়ে আসতে পেরেছে বলে আমার মনে হয় না।'
কোপা আমেরিকার ব্যর্থতার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতেও ব্রাজিল খুব একটা ছন্দে নেই। মেনেজেস নিজেও স্বীকার করেছেন, ব্রাজিল এখন আর সেরা ফুটবলটা খেলেছে না। অথচ নেইমারকে পেতে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর প্রবল আগ্রহ দেখেই চোখ বন্ধ করে বলে দেওয়া যায় সান্তোসে কী রত্ন তৈরি হয়েছে। সেই তারকাকে নিয়ে রিবেইরোর উচ্চাশা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু তিনি হতাশ হচ্ছেন এটা মনে করেই যে সান্তোসের জার্সি গায়ে যে নেইমারকে দেখা যায় সেলেসাওদের খেলায় তাঁর ছিটেফোঁটাই কেবল পাওয়া যায়। রিবেইরো মনে করেন এতে দর্শক বা সমর্থকরাও বঞ্চিত হচ্ছেন এবং এসব কিছুর জন্য শেষ পর্যন্ত দায়টা চাপাচ্ছেন তিনি সাবেক করিন্থিয়ানস কোচ মেনেজেসের ওপরই, 'আমি মানোর সঙ্গে দেখা করেছি এবং তিনি দারুণ একজন মানুষ। কিন্তু তথাকথিত আর সব কোচের মতোই তিনি নেইমারকে আলাদাভাবে তুলে ধরতে পারছেন না দর্শকদের সামনে।' অথচ প্রতিটি ম্যাচেই নেইমারকে প্রথম একাদশে রাখা হচ্ছে এবং প্রত্যাশিত সাফল্য না পেলেও ব্রাজিল মাঠেও নামছে নিয়মিত। শেষ পর্যন্ত নেইমারের প্রাপ্তির খাতায় তাই কেবল বাড়তি চাপ যোগ হচ্ছে বলেই রিবেইরোর ধারণা। ওয়েবসাইট

No comments

Powered by Blogger.