‘চূড়ান্ত’ অস্ত্রবিরতি ঘোষণা বাস্ক বিচ্ছিন্নতাবাদীদের
চূড়ান্তভাবে অস্ত্র পরিত্যাগ করার ঘোষণা দিয়েছে স্পেনের বাস্ক জাতিগত গোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইটিএ। একই সঙ্গে তারা সরকারের প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। ইটিএর ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ সাপাতেরো বলেছেন, এটা ‘গণতন্ত্রের বিজয়’।
৪০ বছর ধরে সশস্ত্র লড়াই করে আসা ইটিএ এর আগেও অন্তত চারবার অস্ত্র বিরতির ঘোষণা দিয়েছিল। তবে সেসব ঘোষণা বিফল হয়। সংগঠনটি গত বৃহস্পতিবার ‘চূড়ান্ত অস্ত্রবিরতি’-সংক্রান্ত একটি বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, ইটিএ তার সশস্ত্র কর্মকাণ্ড ‘চূড়ান্তভাবে’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনটি এখন দীর্ঘ এ রাজনৈতিক সংঘাতের গণতান্ত্রিক সমাধানের এক ঐতিহাসিক সুযোগের সামনে দাঁড়িয়ে।
একটি ভিডিও বার্তার মাধ্যমে ওই অস্ত্রবিরতির ঘোষণা দেয় ইটিএ। এতে তিনজন ইটিএ সদস্যকে তাদের চিরপরিচিত বাস্ক টুপি ও সাদা মুখোশ পরিহিত অবস্থায় দেখা যায়।
ইটিএ বলেছে, এখন থেকে তারা তাদের দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাবে। দাবির বিষয়ে তারা সরাসরি আলোচনার জন্য স্পেন ও ফ্রান্সের সরকারের প্রতি আহ্বান জানায়।
স্পেনের প্রধানমন্ত্রী সাপাতেরো এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, এটা গণতন্ত্র, আইন ও যুক্তির বিজয়।
৪০ বছর ধরে সশস্ত্র লড়াই করে আসা ইটিএ এর আগেও অন্তত চারবার অস্ত্র বিরতির ঘোষণা দিয়েছিল। তবে সেসব ঘোষণা বিফল হয়। সংগঠনটি গত বৃহস্পতিবার ‘চূড়ান্ত অস্ত্রবিরতি’-সংক্রান্ত একটি বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, ইটিএ তার সশস্ত্র কর্মকাণ্ড ‘চূড়ান্তভাবে’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনটি এখন দীর্ঘ এ রাজনৈতিক সংঘাতের গণতান্ত্রিক সমাধানের এক ঐতিহাসিক সুযোগের সামনে দাঁড়িয়ে।
একটি ভিডিও বার্তার মাধ্যমে ওই অস্ত্রবিরতির ঘোষণা দেয় ইটিএ। এতে তিনজন ইটিএ সদস্যকে তাদের চিরপরিচিত বাস্ক টুপি ও সাদা মুখোশ পরিহিত অবস্থায় দেখা যায়।
ইটিএ বলেছে, এখন থেকে তারা তাদের দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাবে। দাবির বিষয়ে তারা সরাসরি আলোচনার জন্য স্পেন ও ফ্রান্সের সরকারের প্রতি আহ্বান জানায়।
স্পেনের প্রধানমন্ত্রী সাপাতেরো এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, এটা গণতন্ত্র, আইন ও যুক্তির বিজয়।
No comments