ব্যয় সংকোচন বিল অনুমোদন করল গ্রিস পার্লামেন্ট
গ্রিসের পার্লামেন্টে গত বৃহস্পতিবার সরকারের ব্যয় সংকোচন বিলের প্রতি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। জনতার দুই দিনের সহিংস বিক্ষোভ সত্ত্বেও এই বিলের প্রতি অনুমোদন দেওয়া হলো।
পার্লামেন্টে ক্ষমতাসীন পাসক দলের একজন বাদে সব এমপিই বিলটির পক্ষে ভোট দেন। এই বিল অনুসারে সরকারি খাতে মজুরি কমানো হবে এবং কর বৃদ্ধি করা হবে।
এদিকে জার্মানির কমার্স ব্যাংকের প্রধান মার্টিন ব্লেসিং বলেছেন, গ্রিসের উচিত, নিজেদের দেউলিয়া ঘোষণা করা এবং বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নতুন ঋণ-কাঠামো তৈরি করা।
মার্টিন ব্লেসিং বলেন, গ্রিসে নতুন প্রকৃত ঋণ-কাঠামো তৈরি ও পুনর্গঠন কর্মসূচি ছাড়া দেশটিকে সহায়তা করা সম্ভব নয় এবং বাজারে স্থিতিশীলতা আনয়ন সম্ভব নয়।
এদিকে গত বৃহস্পতিবার অ্যাথেন্সে গ্রিসের পার্লামেন্টের বাইরে বিক্ষোভের সময় ছড়িয়ে পড়া সহিংসতায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ডেপুটি সিটিজেনস প্রটেকশন মিনিস্টার মানোলিস অথোনাস জানান, মাঝবয়সী ওই ব্যক্তি হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সহিংসতার সময় তিনি আঘাত পাননি।
পার্লামেন্টে ক্ষমতাসীন পাসক দলের একজন বাদে সব এমপিই বিলটির পক্ষে ভোট দেন। এই বিল অনুসারে সরকারি খাতে মজুরি কমানো হবে এবং কর বৃদ্ধি করা হবে।
এদিকে জার্মানির কমার্স ব্যাংকের প্রধান মার্টিন ব্লেসিং বলেছেন, গ্রিসের উচিত, নিজেদের দেউলিয়া ঘোষণা করা এবং বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নতুন ঋণ-কাঠামো তৈরি করা।
মার্টিন ব্লেসিং বলেন, গ্রিসে নতুন প্রকৃত ঋণ-কাঠামো তৈরি ও পুনর্গঠন কর্মসূচি ছাড়া দেশটিকে সহায়তা করা সম্ভব নয় এবং বাজারে স্থিতিশীলতা আনয়ন সম্ভব নয়।
এদিকে গত বৃহস্পতিবার অ্যাথেন্সে গ্রিসের পার্লামেন্টের বাইরে বিক্ষোভের সময় ছড়িয়ে পড়া সহিংসতায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ডেপুটি সিটিজেনস প্রটেকশন মিনিস্টার মানোলিস অথোনাস জানান, মাঝবয়সী ওই ব্যক্তি হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সহিংসতার সময় তিনি আঘাত পাননি।
No comments