জয়ের ধারায় উদিনেস, পিএসভি

শুধু ক্রিকেটই কি গৌরবময় অনিশ্চয়তার খেলা, ফুটবল নয়? অ্যাতলেতিকো মাদ্রিদের সমর্থকদের যে ফুটবলেও শেষ মুহূর্তে আশাভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে বুধবার রাতে। ৮৮ মিনিট পর্যন্ত গোলশূন্য ড্র, পয়েন্ট ভাগাভাগিই বুঝি হতে যাচ্ছে উদিনেসের মাঠে। কিন্তু শেষ দুই মিনিটে মেহেদি বেন আতিয়া ও আন্তোনিও ফ্লোরো'র দুই গোলে ইউরোপা লিগে নিজেদের মাঠে পুরো পয়েন্টই পেয়েছে উদিনেস। সাইপ্রাসের লারনাকা ক্লাবের জালে রীতিমতো গোলোৎসব করেই ৫ গোল দিয়েছে শালকে, রুবিন কাজানের বিপক্ষে ১-০-তে জিতেছে টটেনহাম, লাতসিও ১-১ গোলে ড্র করেছে জুরিখের সঙ্গে।


রোমান পাউলিচেঙ্কোর একমাত্র গোলে এ গ্রুপে রুবিন কাজানকে হারিয়ে শীর্ষে টটেনহাম। শামরক রোভারসকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থেসালোনিকি। বি গ্রুপে ভোরসকালার সঙ্গে গোলশূন্য ড্র করেও শীর্ষে আছে স্ট্যান্ডার্ড লিয়েগে, কোপেনহেগেনের সঙ্গে ২-২ গোলে ড্র করায় শীর্ষে আসা হয়নি দ্বিতীয় অবস্থানে থাকা হ্যানোভারের। হাপোয়েল তেল আবিবকে ১-০ গোলে হারিয়ে সি গ্রুপের শীর্ষে পিএসভি আইন্দহোফেন, এফসি ভাসলুইকে ২-০ গোলে হারিয়ে ডি গ্রুপের পয়েন্ট তালিকায় সবার ওপরে স্পোর্টিং ক্লাব পর্তুগাল। ই গ্রুপের ম্যাচে স্টোক সিটি ৩-০ গোলে হারিয়েছে ম্যাকাবি তেল আবিবকে, অন্য ম্যাচে ডায়নামো কিয়েভ ১-০ গোলে হারিয়েছে বেসিকতাসকে। এফ গ্রুপের দুটি খেলাই হয়েছে ড্র। নিজেদের মাঠে ২-০-তে পিছিয়ে পড়েও লরেন্তের জোড়া গোলে সালজবার্গের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আথলেতিক বিলবাও। অন্য ম্যাচে প্যারিস সেন্ট জার্মেই গোলশূন্য ড্র করেছে ব্রাতিস্লাভার সঙ্গে। গোলোৎসব হয়েছে 'জে' গ্রুপের দুই ম্যাচেই। লারনাকার সঙ্গে ৫-০ গোলের জয় পেয়েছে শালকে, দুই গোল করেছেন ক্লাস ইয়ান হান্টেলিয়ার। অন্য ম্যাচে ম্যাকাবি হাইফা ৫-০ গোলে বিধ্বস্ত করেছে স্টুয়া বুখারেস্টকে। চা দু রির আত্মঘাতী গোলের পরও রেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট বাঁচাতে পেরেছে সেল্টিক। তবে ক্রাকোর কাছে ১-০ গোলে হেরে গেছে ফুলহাম। উয়েফা ডটকম

No comments

Powered by Blogger.