বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে ই-কর্নার

ঢাকায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) গ্রন্থাগারে ই-কর্নার চালু হয়েছে। ম্যাস্-লাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) ‘সিটিজেন্স ভয়েস ফর ইমপ্রুভড লোকাল পাবলিক সার্ভিসেস’
প্রকল্পের আওতায় ও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) সহায়তায় এ কর্নার চালু হয়েছে। সম্প্রতি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, পিআইবির মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস, এমএমসির প্রকল্প পরিচালক নিকোলাস বিশ্বাস ও এমএমসির যোগাযোগ কর্মকর্তা আবদুল্লাহ হাসান।
কর্নারটিতে দুটি কম্পিউটার বসানো হয়েছে। এর ফলে প্রেস ইনিস্টিটিউটে আগত প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীরা সহজে স্থানীয় সরকার সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ ও গবেষণা করতে পারবেন। কম্পিউটার দুটিতে থাকছে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ। —বিজ্ঞপ্তি

No comments

Powered by Blogger.