ঢাকায় তিন বরেণ্য শিল্পীর ফিউশন আজ

বিশ্বখ্যাত তবলিয়া ওস্তাদ জাকির হোসেন, ব্যানজোবাদক বেলা ফ্লেক ও বেজবাদক এডগার মেয়ার—বিশ্বসংগীতের এই তিন বরেণ্য শিল্পী আজ ঢাকার মঞ্চে ফিউশন সংগীত পরিবেশন করবেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে কনসার্টটি শুরু হবে সন্ধ্যা সাতটায়। আয়োজন করেছে ব্লুজ কমিউনিকেশনস ও বেঙ্গল মিউজিক কোম্পানি লিমিটেড। গতকাল মঙ্গলবার এই শিল্পীরা ঢাকায় এসে পৌঁছেছেন। ১৩ বার গ্র্যামি জিতেছেন এবং ২৬ বার মনোনয়ন পেয়েছেন বেলা ফ্লেক। আর একবার গ্র্যামি জিতেছেন এডগার মেয়ার।
আয়োজক প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, কনসার্টের টিকিটের দাম পাঁচ হাজার, তিন হাজার ও দুই হাজার টাকা। পাওয়া যাচ্ছে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে, গুলশান-১-এ বেঙ্গল লাউঞ্জে এবং বনানীর হরতকী ক্যাফেতে।


No comments

Powered by Blogger.