বার্সেলোনা শীর্ষে

ন্যু ক্যাম্পে পারেনি। কিন্তু স্যান সিরোতে ঠিকই সাফল্যের দেখা পেয়েছে বার্সেলোনা। বুধবার চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে ফিরতি লেগের খেলায় তারা ৩-২ গোলে এসি মিলানকে হারিয়েছে। এ জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই বার্সেলোনা গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করেছে। অন্যদিকে হারের ফলে এসি মিলানের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল। গ্রুপে রানার্সআপ হয়েই তাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে। বার্সেলোনার হয়ে লিওনেল মেসি ও জাভি গোল


করেন। বার্সেলোনার পাওয়া অন্য গোলটি ছিল আত্মঘাতী। এসি মিলানের হয়ে গোল করেন জল্গাতান ইব্রাহিমোভিচ ও কেভিন প্রিন্স বোয়েটেং। এ ম্যাচের আগেই এসি মিলান ও বার্সেলোনার নক আউট পর্বে খেলা নিশ্চিত হয়েছিল।
ন্যু ক্যাম্পের ম্যাচে অল্পের জন্য জয় থেকে বঞ্চিত হয়েছিল বার্সেলোনা। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে এসি মিলান গোল করে ২-২-এ সমতা ফিরিয়েছিল। এ ম্যাচে বার্সেলোনার সাবেক খেলোয়াড় মার্ক ভ্যান বোমেলের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু এ গোলের অস্বস্তিবোধটা বেশিক্ষণ বয়ে বেড়াতে হয়নি বোমেলকে। বার্সার আরও এক সাবেক খেলোয়াড় জল্গাতান ইব্রাহিমোভিচ তাকে এ অবস্থা থেকে উদ্ধার করেন। ২০ মিনিটে ইব্রাহিমোভিচের গোল ম্যাচে অন্যরকম উত্তেজনার আবহ ছড়িয়ে দেয়। কিন্তু ৩১ মিনিটে মেসির গোল আবার বার্সেলোনাকে এগিয়ে দেয়। পেনাল্টি থেকে গোলটি করেন এ আর্জেন্টাইন। এই পেনাল্টিতে মেসিকে দু'বার শট নিতে হয়। প্রথমবার শট নেওয়ার ঠিক আগ মুহূর্তে দৌড় থামিয়ে দিয়েছিলেন মেসি। গোলরক্ষক একদিকে ঝাঁপিয়ে পড়ার পর মেসি গোল করেন। তার এমন কাণ্ডে এসি মিলানের খেলোয়াড়রা প্রতিবাদ জানান। মেসিকে আবার শট নিতে হয়। তবে তার আগে তাকে দেখতে হয় হলুদ কার্ড। মাত্র এক গোলে এগিয়ে থাকা বার্সেলোনাকে মোটেও স্বস্তিতে থাকতে দেয়নি এসি মিলান। বিরতির আগে গোল পরিশোধ করতে না পারলেও বিরতির পরপরই ঠিকই গোলের দেখা পায় মিলান। বোয়াটেং ৫৪ মিনিটে গোল করে এসি মিলান সমর্থকদের জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন। কিন্তু ৬৩ মিনিটে মেসির দুর্দান্ত এক পাস থেকে বার্সেলোনাকে এগিয়ে নেন জাভি। শেষ পর্যন্ত জাভির এ গোলই বার্সেলোনাকে জয় এনে দেয়। এ জয়ের ফলে বার্সেলোনা টানা ২৭ ম্যাচে অপরাজিত থাকার কৃতিত্ব দেখাল। নিজেদের রেকর্ড স্পর্শ করতে তাদের আরও একটা ম্যাচ অপরাজিত থাকতে হবে। বার্সেলোনা সর্বশেষ হেরেছিল ৩০ এপ্রিল। এ ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ ছিল রিয়াল সোসিয়েদেদ।
এ জয়ে দারুণ খুশি বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা। তিনি বলেন, 'স্যান সিরোতে পাওয়া এ জয়টি মোটেও সহজ ছিল না। আমাদের জন্য এ জয় সম্মানের। এটা এমন এক ঘটনা যে, রাতকে কেউ ভুলতে পারবে না। মিলান শক্তিশালী দল। তাদের রয়েছে দারুণ ইতিহাস।'

No comments

Powered by Blogger.