সেরা দল গড়ে সর্বজয়ের হুঙ্কার আবাহনীর

ত বাংলাদেশ লিগে চতুর্থ হয়েছিল আবাহনী। সেই হতাশা ঝেড়ে বড় স্বপ্ন নিয়ে সেজেছে তারা নতুন মৌসুমের জন্য। তাই তো কাল দলবদল উপলক্ষে সদলবলে বাফুফে ভবনে হাজির হয়েছে তারা হর্ষধ্বনি দিয়ে। মাঠের পারফরম্যান্সের আগে যেন ওই স্লোগান দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছে_আমরাই সেরা।তা সেই দাবি কিন্তু ঠিকই করছেন আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু, 'গতবারের সেরা একাদশকে আমরা ধরে রেখেছি। এর সঙ্গে যোগ হয়েছে আরো ৯ জন।


বুঝতেই পারছেন, আমাদের শক্তি কতটা বেড়েছে।' বেড়েছে বৈকি। গতবার শেখ জামালে যাওয়া ছয়জন এক মৌসুম পরই আবার ফিরেছে আবাহনীর তাঁবুতলে। মোহাম্মদ সুজন, ওয়ালী ফয়সাল, জাহিদ হোসেন, নাসিরুল ইসলাম, শাহেদুল আলম ও এনামুল হক ছাড়াও মুক্তিযোদ্ধা ছেড়ে আসা আরমান আজিজ, ফেনী সকারের তৌহিদুল আলম এবং ব্রাদার্সের গোলরক্ষক নুরুল করিমের গায়ে দেখা যাবে আকাশি-নীল জার্সি। এই দল নিয়েই তারা আসন্ন মৌসুমে ফিরে পেতে চায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (আগের নাম বাংলাদেশ লিগ) মুকুট। ম্যানেজার রুপুর স্বপ্নের পরিধি আরো বড়, 'আমরা লিগসহ বাফুফের সব টুর্নামেন্ট জিততে চাই। তেমন দলই তো গড়েছি।'
২২ সদস্যের এ শক্তিশালী দল গড়েছে তারা অতীত-অভিজ্ঞতায়। রিজার্ভ বেঞ্চ গড়পড়তা থাকায় সাসপেনশন ও ইনজুরি সমস্যার সময় অনেক পয়েন্ট হারাতে হয়েছিল আবাহনীকে। নতুন মৌসুমে সেই সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা নেই বলে মনে করেন রুপু, 'গতবার জিতু, হিমেল ও জিয়ার ইনজুরিতে আমরা সমস্যায় পড়েছিলাম। এ জন্য প্রত্যেক পজিশনে সমমানের খেলোয়াড় নিয়ে রিজার্ভ বেঞ্চ দল গড়েছি। আশা করি এবার আর সমস্যা হবে না।' দেশসেরা ফুটবলারদের পাশাপাশি আসছেন ঘানার ইব্রাহিম ও সামাদ ইউসুফ। সঙ্গে আরো কয়েকজন বিদেশি ফুটবলার এবং বিদেশি কোচও দেখা যেতে পারে। সব মিলিয়ে কাগজ-কলমে আবাহনীই সেরা দল।
এ দল নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন অমলেশ সেন। যদিও গতকাল দলবদলে আকাশি-নীলের এই চিরসখাকে দেখা যায়নি। ছিলেন ক্লাবের পরিচালক হারুনুর রশীদ। আশার প্রতিধ্বনি তাঁর কণ্ঠেও, 'এ দল আবাহনীর জন্য সাফল্য বয়ে আনবে। যারা নতুন এসেছে তাদের আমি অভিনন্দন জানাই।' জবাবে শেখ জামাল ছেড়ে আসা জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ সুজনের প্রত্যাশা, 'তিনবার লিগ শিরোপা জিতেই আবাহনী ছেড়ে শেখ জামালে গিয়েছিলাম। সেখানেও শিরোপা জিতেছি। এবার আবার যখন আবাহনীতে এসেছি...।'
ভাগ্যবানরা এসেছেন, সৌভাগ্যের হাত ধরে আবাহনী আবার শিরোপা-শোভিত হবে, এমন প্রত্যাশার ওড়াওড়ি ছিল কাল আবাহনীর ফুটবলাকাশে।

No comments

Powered by Blogger.