আইসিটি মেলা শেষ হচ্ছে আজ

জ শেষ হচ্ছে বাংলাদেশ কম্পিউটার সমিতি আয়োজিত কম্পিউটার মেলা 'বিসিএসআইসিটিওয়ার্ল্ড ২০১১'। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মেলার পর্দা নামছে। আজ সকাল ১০টায় শিশুদের জন্য থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সন্ধ্যায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনের এই আইসিটি মেলা। মেলার চতুর্থ দিনে গতকাল প্রযুক্তিপ্রেমীদের পদচারণায়


মুখর ছিল মেলা প্রাঙ্গণ। গতকাল শিক্ষার্থীসহ নানা পেশার দর্শক এবং ক্রেতা উপস্থিতি ছিল বেশি। পণ্য বিক্রিতেও সন্তোষ প্রকাশ করেছেন বিক্রেতারা। বন্ধের দিন হওয়ায় আজ সবচেয়ে বেশি দর্শক মেলায় আসবেন বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। গতকাল বিভিন্ন আয়োজনের পাশাপাশি ইভেন্ট কর্নারে নন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ জাদু প্রর্দশন করেন। সকালে 'তথ্যপ্রযুক্তি বিকাশে সরকারি ও বেসরকারি সহযোগিতা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি সাধারণ মানুষের কাছে পেঁৗছে দেওয়ার জন্য সরকারি ও বেসরকারি সহযোগিতার বিকল্প নেই। বর্তমানে সরকার মংলা ও চট্টগ্রাম বন্দর আধুনিকীকরণ, ভূমি ব্যবস্থাপনা, রেলওয়ের টিকিট ব্যবস্থাপনাসহ আরও নানা কাজে সরকারি ও বেসরকারি সহযোগিতা নিয়ে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেছে। বেসিস সভাপতি মাহবুব জামান বলেন, তথ্যপ্রযুক্তিতে দেশ অনেকাংশে এগিয়ে গেলেও তা বহির্বিশ্বের তুলনায় অনেকাংশে কম। দেশের একটি বড় অংশ তরুণ। তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তির বিকাশ সম্ভব।
তুহিন মাহমুদ

No comments

Powered by Blogger.