ওয়ানডে মর্যাদার মর্যাদা রাখতেই হবে

তাঁদের এ আনন্দে শামিল হতে যানজট পেরিয়ে বোর্ড কর্মকর্তারা সাভারের বিকেএসপিতে যাননি। সপ্তাহের শেষ কর্মদিবসে সেখানকার মাঠে উপচেপড়া দর্শক উপস্থিতিও ছিল না। তাতে কি! মহিলা ক্রিকেটে প্রথমবারের মতো বাংলাদেশকে ওয়ানডে মর্যাদা এনে দেওয়া দলের আনন্দ প্রকাশে তো আর বাধা নেই কোনো। প্রথমানন্দে ভেসে অন্য রকম ভালোলাগায় আচ্ছন্ন হয়ে গেছেন একেকজন। শুকতারা রহমানের কথাই ধরুন না, 'এই প্রথম মহিলা দল


ওয়ানডে মর্যাদা পেল এবং আমি সেই দলে আছি। এটা অনেক বড় ব্যাপার। আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।'
এ অর্জন মেয়েদের ক্রিকেটমুখী মিছিলও দেখাবে বলে বিশ্বাস বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুনের, 'আমার মনে হয় এখন থেকে অনেক মেয়েই ক্রিকেট খেলতে আগ্রহী হবে।' ছেলেদের সামনে এত দিন অনুপ্রেরণার অভাব ছিল না। মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান ও তামিম ইকবালদের দেখে কত কিশোরের মনেই তো ক্রিকেটার হওয়ার স্বপ্নের আঁকিবুঁকি খেলা চলে। এখন কিশোরীদের সামনেও এ রকম কয়েকজন দাঁড়িয়ে গেছেন। যেমন খাদিজাতুল কুবরা। এ অফস্পিনার মহিলা বিশ্বকাপের বাছাই পর্বে এখন পর্যন্ত নিয়েছেন ১৭ উইকেট। কাল যুক্তরাষ্ট্রকে হারিয়ে ওয়ানডে মর্যাদা নিশ্চিত করার ম্যাচেও নিয়েছেন ২০ রান খরচায় ৪ উইকেট। এমন পারফরম্যান্সের জন্য এ আসরে দ্বিতীয়বারের (প্রথমবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট নেওয়ার জন্য) মতো ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন। এ জন্য সৃষ্টিকর্তাকে স্মরণ করার পাশাপাশি নিজের অর্জন উৎসর্গও করলেন একজনকে, 'আজকের দিনটা আমার কোচ মুসলিম স্যারকে উৎসর্গ করতে চাই। তাঁর জন্যই আজ আমার এত দূর আসা।'
ওয়ানডে মর্যাদা পাওয়ার পর এখন সেটি ধরে রাখার দাবি। সে দাবি মেটাতে হলে কিছু ক্ষেত্রে নিজেদের উন্নতির বিকল্পও দেখছেন না কুবরা, 'আমাদের আরো বেশি সিরিয়াস হতে হবে। বিশেষ করে ব্যাটিংয়ে উন্নতির কোনো বিকল্প নেই।' ব্যাটিংয়ের দিকেই বেশি জোর দিচ্ছেন শুকতারাও, 'আমাদের বোলিং-ফিল্ডিং ভালো। এখন সেই সঙ্গে ব্যাটিংয়েও উন্নতি করতে পারলে বড় দলগুলোর সঙ্গে লড়াই করতে পারব।' দলের দুর্বল ব্যাটিংয়ের জন্যই তো এ আসরে প্রত্যাশার বিপরীতে পারফরম্যান্সটা তেমন জুতসই হয়নি। বিশ্বকাপে খেলার ছাড়পত্র না মিললেও শুকতারা বলছেন, 'বিশ্বকাপে খেলতে পারলে আরো ভালো লাগত। তবে আমাদের টার্গেটই ছিল ওয়ানডে মর্যাদা।' তিন মাসের চুক্তিতে মহিলা দলের কোচ হয়ে আসা মমতা মাবেন এখনো জানেন না তাঁকে দীর্ঘমেয়াদে রাখা হবে কি না। তবে ওয়ানডে মর্যাদা পাওয়ার পর এখন তিনি সামনের কঠিন চ্যালেঞ্জটার কথাও মনে করিয়ে দিলেন, 'ওয়ানডে মর্যাদা পাওয়ার পর এখন মেয়েদের অনেক ম্যাচ খেলতে হবে। এ সাফল্যের পর খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়বে। তবে মর্যাদাটা ধরে রাখতে হলে এখন থেকেই কাজ শুরু করতে হবে।' ওয়ানডে মর্যাদা ধরে রাখার চ্যালেঞ্জটা নিয়েই অধিনায়ক সালমা বললেন, 'শুধু ধরেই রাখব না, আমরা অনেক ভালোভাবেই ধরে রাখব।' তা পারলে একদিন নিশ্চয়ই মেয়েদের ক্রিকেট-সাফল্যেও রাস্তায় আনন্দ-মিছিল বেরোবে!

No comments

Powered by Blogger.