ভারতের ভিসা পাননি ইলিয়েভেস্কিসহ ৫ ফুটবলার-অনিশ্চিত প্রস্তুতি ম্যাচ

সাফ চ্যাম্পিয়নশিপের আগে কলকাতায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলার যে পরিকল্পনা ছিল জাতীয় ফুটবল দলের তা এখন অনিশ্চিত। আজ সকালে ফুটবল দলের সব প্রস্তুতি ছিল কলকাতা যাওয়ার। কিন্তু কোচসহ কয়েকজনের ভিসা নিয়ে জটিলতা হওয়ায় কলকাতা যাওয়া আপাতত স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ৩০ সদস্যের দলের মধ্যে গতকাল ভিসা পেয়েছেন ২৫ জন। জাতীয় দলের মেসেডোনিয়ান কোচ নিকোলা ইলিয়েভস্কিসহ দলের ৫ জনকে


রোববার ডেকেছে ভারতীয় হাইকমিশন। ইলিয়েভস্কি ছাড়া গতকাল অন্য যে ৪ জন ভিসা পাননি তারা হলেন গোলরক্ষক কোচ সামশুজ্জামান ইউসুফ, গোলরক্ষক মামুন খান, ডিফেন্ডার রেজাউল এবং স্ট্রাইকার তৌহিদুল। বাফুফের সহ-সভাপতি এবং জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় বলেন, 'রোববার যদি বাকি ৫ জন ভিসা না পান, তাহলে দল কলকাতা পাঠানো হবে না। বিশেষ করে কোচ ছাড়া দল কলকাতা না পাঠানোর সিদ্ধান্ত বাফুফের। যদি ভিসা মিলে তাহলে ওইদিন বিকেলেই দল কলকাতা পাঠানো হবে। সে ক্ষেত্রে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারব আমরা।'
কলকাতায় প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল দুটি, ২৬ নভেম্বর সাউদার্ন সমিতি এবং ২৮ নভেম্বর ইন্ডিয়া অ্যারোসের বিপক্ষে। রোববার দলের কলকাতা যাওয়া হলে ২৮ নভেম্বর ইন্ডিয়া অ্যারোসের পরিবর্তে সাউদার্ন সমিতির সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। আইলীগের দল ইন্ডিয়া অ্যারোসের পরিবর্তে কেন দ্বিতীয় স্তরের সাউদার্ন সমিতির বিপক্ষে খেলবে দল? এ প্রসঙ্গে বাদল রায় বলেন, 'সাউদার্ন সমিতি ম্যাচটি উপলক্ষে ব্যাপক আয়োজন করেছে। তাই তাদের সঙ্গে সল্টলেকে ম্যাচ খেলব আমরা।'
এদিকে আগের দিন চূড়ান্ত করা সাফ চ্যাম্পিয়নশিপের দলে পরিবর্তন এনেছেন ইলিয়েভস্কি। মিডফিল্ডার মেজবাবুল হক মানিক গতকাল প্রস্তুতি ম্যাচের সময় আহত হলে তার পরিবর্তে আলমগীর কবির রানাকে দলে নিয়েছেন কোচ। গতকাল শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জাতীয় দল ১-০ গোলে জয়ী হয়। অধিনায়ক সুজন দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোলটি করেন। কোচ ইলিয়েভস্কি দুই অর্ধে দুটি দল খেলিয়েছেন। কারণ হিসেবে তিনি বলেন, 'ম্যাচের দিন একাদশ ঠিক করব। তার আগে সবার পারফরম্যান্সই দেখব আমি। তাই এ ম্যাচে ঘুরিয়ে-ফিরিয়ে সবাইকে খেলিয়েছি।' তরুণদের পারফরম্যান্সের প্রশংসা করে কোচ বলেন, 'ওরা প্রতিদিনই উন্নতি করছে। এটা দলের জন্য ভালো খবর।' সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শিরোপা জিততে পারবে_ এমন কথা জোর দিয়ে বলছেন না কোচ। কারণ হিসেবে তিনি বলেন, 'আমার যে দল তাতে এখনই কিছু বলা যাবে না, এটাই বাস্তবতা'

No comments

Powered by Blogger.