সরাসরি উপস্থাপনায় উত্তেজনা থাকে

সিঙ্গাপুর থেকে কবে ফিরলেন? গত সপ্তাহে। সেখানে প্রায় মাসখানেক ছিলাম। সিঙ্গাপুর গিয়েছিলাম আমার স্ত্রী তাজিন হালিমের চিকিৎসার জন্য।ষ আজ নিশ্চয়ই খুব ব্যস্ত থাকবেন?হ্যাঁ। গত দু'দিন ধরে যমুনা নদীর তীরে আছি। এখানে আজ 'সপ্তম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস' অনুষ্ঠানটি উপস্থাপন করব। এবার আমার সঙ্গে ফারজানা ব্রাউনিয়াও থাকছেন।


ষ গতবারও অনুষ্ঠানটি উপস্থাপন করেছিলেন।গতবার অনুষ্ঠানটি হয়েছিল লালবাগ কেল্লায়, এবার হচ্ছে যমুনা নদীর তীরে। এ বছর স্বাধীনতার চার দশক পূর্তি চলছে। আর মুক্তিযুদ্ধে নদীগুলোর বিশাল ভূমিকা ছিল। তাই স্বাধীনতার পাশাপাশি নদী বাঁচাও আন্দোলনকেও গুরুত্ব দেওয়া হচ্ছে এ উৎসবের মাধ্যমে। এ আয়োজনে থাকছে গ্রাম্য মেলা, সাপের খেলা, লাঠিখেলা, বিভিন্ন দেশীয় জিনিসপত্রের দোকান। স্থানীয়দের মধ্যে অনুষ্ঠানটি নিয়ে ইতিমধ্যে অনেক আগ্রহ জন্মেছে।
ষ এ ধরনের অনুষ্ঠান নিয়ে আপনার আগ্রহও অনেক। এর পেছনে কোনো কারণ আছে?
আমি গৎবাঁধা কোনো কাজ করতে চাই না। একসময় মঞ্চে অভিনয়ের সময় মনে হতো, সরাসরি দর্শকের সামনে অভিনয় করা বা কথা বলার মধ্যে এক ধরনের উত্তেজনা আছে। এই মজা উপস্থাপনায়ও পাওয়া যায়।
ষ আপনি একটি ধারাবাহিক নাটক নির্মাণ করতে চেয়েছিলেন। সেটার কী খবর?
ফরিদুর রেজা সাগরের শিশুতোষ উপন্যাস 'কক্সবাজারের কাকাতুয়া' নিয়ে ধারাবাহিক নাটকের চিত্রনাট্য তৈরি হয়েছে। আরও কিছুদিন পর এর দৃশ্যধারণ শুরু করব।

No comments

Powered by Blogger.