চলছে ইলিয়েভস্কির পরীক্ষা-নিরীক্ষা

লিয়েভস্কির পরীক্ষা-নিরীক্ষা চলছেই। মালয়েশিয়ায় প্র্যাকটিস ম্যাচে হারার পর কাল দেশের মাঠে পরীক্ষায় জিতেছে বাংলাদেশ ফুটবল দল। সদ্য পোখরা কাপজয়ী শেখ জামালকে হারিয়েছে তারা সুজনের পেনাল্টি গোলে।জয়ের চেয়েও বড় কথা হলো, বাংলাদেশের এ মেসিডোনিয়ান কোচের জাতীয় দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা। তাঁর কাছে মাঠ হয়েছে পরীক্ষাগার আর খেলোয়াড়রা হলো গিনিপিগ। একেক দিন একেক পজিশনে খেলিয়ে তিনি যাচাই করছেন


খেলোয়াড়দের। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মাঠের বাইরে রেখেও দেখছেন পরিণতি কেমন হয়। তাতে খেলোয়াড়দের আত্মবিশ্বাসের জায়গাটাও হয়ে গেছে নড়বড়ে। অথচ ২ ডিসেম্বর থেকে দিলি্লতে শুরু হচ্ছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। বরাবরের মতো বাফুফে কর্তারা নিজেদের দলকে ফেভারিট ভাবলেও ইলিয়েভস্কির দল কিন্তু এখনো তৈরি নয়। এখনো সেটি পরীক্ষাগারে। আগের দিন ২০ সদস্যের জাতীয় দল ঘোষণার পর কাল দলের বাইরে থাকা আলমগীর কবির রানাকে দেখে সবাই হতবাক। পরে জানা গেল, ঘোষিত দলের মানিকের একটু চোট আছে তাই তাঁকে বাদ দিয়ে দলে ঢুকিয়ে দেওয়া হয়েছে রানাকে। এখানেই শেষ বলা যাচ্ছে না, কারণ, বিমানে চড়ার আগ পর্যন্ত ইলিয়েভস্কি দ্বিধায় থাকেন।
এই চরিত্র বজায় রেখেই ইলিয়েভস্কি গতকালও বলেছেন, 'আমার কোনো টার্গেট নেই। তবে দলের খেলায় আরো শৃঙ্খলা চাই। ভালো ফল পেতে গেলে আরো দৌড়ঝাঁপ করতে হবে।' কাল অবশ্য বাংলাদেশ দল পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করেই পেনাল্টি গোলে জিতেছে। ৪৮ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেছেন সুজন। ৬৮ মিনিটে আরেকটি সুযোগ তৈরি হয়েছিল মালেকের শটে। অনূর্ধ্ব-১৯ দল থেকে সদ্য জাতীয় দলে সুযোগ পাওয়া এই ফরোয়ার্ডের দুর্দান্ত শটে গোলরক্ষক আমিনুল পরাস্ত হলেও তা ক্রসবারে গিয়ে ঠেকলে বেঁচে যায় শেখ জামাল। প্রতিপক্ষ পাঁচ বিদেশি নিয়ে মাঠে নেমেও সে রকম কোনো সুযোগ তৈরি করতে পারেনি। আক্রমণেও দেখা যায়নি কোনো বৈচিত্র্য। তবে ম্যাচের শেষ মিনিটে সমতায় ফেরানোর একটা সুযোগ তৈরি হয়েছিল নাইজেরিয়ান ইয়োকোর হেডে, গোললাইন থেকে তা সেভ করে নাসির ধরে রেখেছেন ১-০ গোলের ব্যবধান। ম্যাচ দেখে কোচ খুশি, 'ভালো একটা ম্যাচ খেলেছে তারা।' এর মধ্যে সবচেয়ে ভালো যেটা তা হলো তার বিপ্লবে মুগ্ধতা, কয়েক দিন আগে যাকে বাতিলের খাতায় তুলে দিয়েছিলেন সেই গোলরক্ষক আবার সসম্মানে ফিরে পেয়েছেন জায়গা, 'এখন বিপ্লবেরই একাদশে থাকার সম্ভাবনা বেশি। ১০ দিন আগে তার অবস্থা ভালো ছিল না, ঘুম না হওয়ায় বোধহয় সমস্যা হয়েছিল তার।'
যা-ই হোক বিপ্লব গতকালের পরীক্ষায় উত্তীর্ণ। টুর্নামেন্টের আগে ইলিয়েভস্কির চোখে কজন উত্তীর্ণ হতে পারেন, সেটাই দেখার বিষয়।

No comments

Powered by Blogger.