বিদ্যুতের পাইকারি দাম দুই ধাপে ৩১ শতাংশ বৃদ্ধি

ব ধরনের বিদ্যুতের পাইকারি দাম (বাল্ক) দুই ধাপে ৩১ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ১ ডিসেম্বর প্রথম ধাপে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বর্তমানের ২ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ২৭ পয়সা করা হবে। এ বৃদ্ধির হার হবে ১৬ দশমিক ৭৯ শতাংশ। আগামী ১ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩ টাকা ২৭ পয়সা থেকে ১৪ দশমিক ৩৭ শতাংশ বাড়িয়ে ৩ টাকা ৭৪ পয়সা


করা হবে। আগামী ১০ দিনের মধ্যে খুচরা পর্যায়েও বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হবে বলে কমিশন চেয়ারম্যান জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিইআরসির ঢাকার কারওয়ান বাজার কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বলেন, 'আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বাজারে সব কিছুর দাম বাড়ায় পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে। তা ছাড়া জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে খরচ বেশি পড়ে। ফলে দাম বাড়াতে হয়েছে।'
চলতি অর্থবছরের আগস্ট মাসে এর আগে সব ধরনের পাইকারি বিদ্যুতের দাম বেড়েছিল। বৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৬৬ শতাংশ। কবে নাগাদ খুচরা পর্যায় বিদ্যুতের দাম বাড়তে পারে_সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সৈয়দ ইউসুফ হোসেন বলেন, 'আমরা শুনানি সম্পূর্ণ করেছি। আগামী ১০ দিনের মধ্যেই সব ধরনের খুচরা বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হবে।' গ্রাহক পর্যায়ে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম কত পাড়বে সে বিষয় কমিশন কিছু বলেনি।
দাম বাড়ানোর পরও বিদ্যুতে সরকার পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিবে বলে কমিশন জানায়।
পিডিবির নিজস্ব বিদ্যুৎ উৎপাদন না বাড়িয়ে কেন বেশি দামে ভাড়া বিদ্যুৎ ক্রয় করা হচ্ছে এবং দাম বাড়িয়ে শেষ পর্যন্ত গ্রাহকের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে_এ প্রশ্নের জবাবে কমিশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, 'গত সরকারগুলো কোনো বিদ্যুৎ উৎপাদন করেনি। এ কারণে বর্তমান সরকারকে বিদ্যুৎ সংকট মোকাবিলা করার জন্য ভাড়ায়চালিত বিদ্যুতের ওপর ভরসা করতে হয়েছে। তবে এটা কোনো স্থায়ী সমাধান নয়। ভবিষ্যতে যেন সরকার ভাড়ায়চালিত বিদ্যুতের ওপর নির্ভর না করে, এ জন্য কমিশন থেকে সুপারিশ করা হবে।'
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন, কমিশন সদস্য সেলিম মাহমুদ ও ইমদাদুল হক।
উল্লেখ্য, ১৩ নভেম্বর বিইআরসি কার্যালয়ে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানো নিয়ে গণশুনানি হয়। পিডিবির প্রস্তাব ছিল, দুই দফায় বিদ্যুতের দাম ৪৮ দশমিক ৫৭ শতাংশ বাড়ানোর। আর কমিশন বাড়িয়েছে ৩১ দশমিক ১৬ শতাংশ। কমিশনের চেয়ারম্যান দাবি করেন, বিদ্যুতের উৎপাদন সরকারের নিয়ন্ত্রণে রাখার জন্যই দাম বৃদ্ধি করা হয়েছে। তা না হলে সরকারের লোকসান আরো বেড়ে যাবে।

No comments

Powered by Blogger.