স্থবির পোলট্রি শিল্প-গোয়ালন্দে ১২ হ্যাচারির আটটিই বন্ধ by গণেশ পাল,

গোয়ালন্দে ১২টি হ্যাচারির আটটিতেই উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় পোলট্রি শিল্পে স্থবিরতা দেখা দিয়েছে। এতে এলাকার পোলট্রি সংশ্লিষ্ট প্রায় দুই হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। খাদ্য, ওষুধ, এক দিনের বাচ্চসহ আনুষঙ্গিক জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ কয়েকগুণ বেড়ে গেছে। এর বিপরীতে উৎপাদিত মুরগি ও ডিমের বাজারমূল্য কমে যাওয়ায় বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
জেলা ব্রিডার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলা এলাকায় মোট ১২টি পোলট্রি হ্যাচারি ও দুই শতাধিক ছোট-বড় খামার রয়েছে। এর মধ্যে আটটি হ্যাচারি ও অর্ধেক খামার ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। গোয়ালন্দ পোলট্রি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান মিয়া জানান, একদিকে খামার বন্ধ অপরদিকে ফিডের দোকানে মোটা অঙ্কের টাকা দেনাসহ ব্যাংক ঋণের বোঝা মিলিয়ে বর্তমানে মহাবিপাকে পড়েছেন ওইসব খামারি। গোয়ালন্দ বাজারের রিফাত পোলট্রিফিডের স্বত্বাধিকারী জাহিদ হোসেন বলেন, 'বেশির ভাগ খামারমালিক বাকিতে ফিড নিয়ে খামার চালালেও পরে তা আর পরিশোধ করতে পারছেন না।'
রাজবাড়ী জেলা ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল জলিল মোল্লা বলেন, 'আর্থিক সংকটে পড়ে গোয়ালন্দ এলাকার বেশির ভাগ হ্যাচারিতে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় খামারিরা দিশেহারা হয়ে পড়েছেন। যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাঁদের নেওয়া ঋণের সুদ মওকুফের সুযোগ করে না দেওয়া হলে এলাকার অনেক খামারিকে বসতভিটা বিক্রি করে ঋণের টাকা শোধ করতে হবে।'

No comments

Powered by Blogger.