পাকিস্তানকে অন্যতম সেরা মানছেন দিলশান

সিরিজটা শুরুর আগে ওয়ানডে র‌্যাংকিংয়ে তারা ছিল দুই নম্বরে, পাকিস্তান ছয়ে। পরশু রাতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে ৩ উইকেটের জয় পাকিস্তানকে তুলে নিয়েছে পাঁচে আর শ্রীলঙ্কা নেমে গেছে চারে। কাগজে-কলমে এখনো পাকিস্তানের চেয়ে এগিয়েই আছে লঙ্কানরা, কিন্তু তাদের অধিনায়ক তিলকরত্নে দিলশান মেনে নিচ্ছেন, 'পাকিস্তান আসলে এ মুহূর্তে বিশ্বের সেরা দলগুলোর একটি।' আর পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হকের


আশা, আজকের একমাত্র টোয়েন্টি টোয়েন্টি ম্যাচটিও জিতে সিরিজ জয়ের ষোলোকলা পূর্ণ করবেন তাঁরা, সেই সঙ্গে উন্নতি ঘটাবেন র‌্যাংকিংয়েও।
গত মাসে প্রকাশিত আইসিসির প্রথম টোয়েন্টি টোয়েন্টি র‌্যাংকিং অনুযায়ী শ্রীলঙ্কা দুই আর পাকিস্তান বিশ্বের সাত নম্বর দল। কিন্তু এ মুহূর্তে পাকিস্তানিরা যে রকম ফর্মে আছে তাতে এ ম্যাচটা জেতার আশা করতেই পারে তারা। তিন টেস্টের সিরিজটি জয়ের পর ওয়ানডে সিরিজটাও জেতা নিশ্চিত হয়েছিল আগের ম্যাচেই। বুধবারের শেষ ম্যাচটি ছিল একরকম আনুষ্ঠানিকতা। কিন্তু পাকিস্তানিরা সেই ম্যাচেও কোনোরকম ছাড় দেয়নি, পেসার সোহেল তানভীরের তোপের মুখে বিপর্যস্ত শ্রীলঙ্কানরা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলতে পেরেছে মাত্র ২১৮ রান। সেটাও সম্ভব হয়েছে ৪৬ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে কুমার সাঙ্গাকারা (৭৮) আর অ্যাঞ্জেলো ম্যাথুসের (৬১) ১১৮ রানের জুটির কল্যাণে। এ দুজনের পর শ্রীলঙ্কান ইনিংসে তৃতীয় সর্বোচ্চ রান থিসারা পেরেরার ২৫। ৭ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন তানভীর।
জবাব দিতে নামার পর পাকিস্তানের ইনিংসটাও এগিয়েছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। তবে ম্যাচ হারার শঙ্কা আসলে কখনোই তেমন করে তাড়া করেনি তাদের। অজন্তা মেন্ডিসের (৩/৩৬) ঘূর্ণি আর দিলহারা ফার্নান্দোর (২/৪৭) পেসে নিয়মিত বিরতিতেই উইকেট হারালেও অধিনায়ক মিসবাহ-উল হক আর উমর আকমলের হাফ সেঞ্চুরিতে ১৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পেঁৗছে গেছে তারা। ৯৯ বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৬৬ রান করে মিসবাহ আউট হলেও ৬০ বলে আট বাউন্ডারিতে সাজানো ৬১ রানের ইনিংস খেলে অপরাজিত রয়ে যান ম্যাচসেরা আকমল। আর সিরিজসেরার পুরস্কার পান অবসর ভেঙে এ সিরিজেই ফেরা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
এ নিয়ে মিসবাহর নেতৃত্বে খেলা ১০ ওয়ানডের ৯টিতেই জয় পেল পাকিস্তান, একমাত্র হারটি এ সিরিজেরই দ্বিতীয় ম্যাচে। তবে সিরিজ জিততে পেরে দারুণ খুশি পাকিস্তান অধিনায়ক, 'বিশ্বের অন্যতম সেরা দলকে ৪-১ ব্যবধানে হারানো দারুণ ব্যাপার। আমি খুব খুশি, কারণ আমাদের দল উন্নতি করছে আর খেলছেও দারুণ। প্রতিদিন একটু একটু করে উন্নতি করাই আমাদের লক্ষ্য আর আমরা উন্নতির এ ধারাটা ধরে রাখতে চাই।'
দিলশান মেনে নিচ্ছেন, গত ২৪টি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচের ১৩টিতে হারলেও এ মুহূর্তে এগিয়ে আছে পাকিস্তানই, 'আমাদের তুলনায় পাকিস্তানের হাতে বিকল্প অনেক, আর এ সিরিজে যেভাবে খেলছে তারা তাতে আমার চোখে পাকিস্তান এ মুহূর্তে বিশ্বের সেরা দলগুলোর একটি।' ওয়েবসাইট

No comments

Powered by Blogger.