ব্রাজিলের ওপরে ইংল্যান্ড

ইংল্যান্ডের কাছে হার আর পুঁচকে কোস্টারিকার সঙ্গে ড্র। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের অনেকগুলো পয়েন্ট নষ্ট হয়েছে এই ফলে। তার পরও কাল প্রকাশিত সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেনই। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তারা এগিয়ে আছে এখনো ১৯৯ পয়েন্টে। তবে জমে উঠেছে দ্বিতীয় স্থানের লড়াই। জার্মানির কাছে ৩-০ গোলে হেরে হুমকির মুখে পড়েছে হল্যান্ডের দ্বিতীয় স্থান। দুই দলের ব্যবধান মাত্র ২০ পয়েন্ট। এই দুই দলেরই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে উরুগুয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ খেলে ও ইতালির সঙ্গে জিতে ওপরের দিকেই উঠছে কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা।
প্রথম চারে কোনো পরিবর্তন না হলেও ব্রাজিলকে টপকে পাঁচে উঠে গেছে ইংল্যান্ড। এগিয়েছে পর্তুগালও, এক ধাপ এগিয়ে সাতে আছে রোনালদোর দল। ব্রাজিল আছে এই দুই দলের মাঝে। ইতালি তিন ধাপ পিছিয়ে এখন নবম স্থানে। আগের মতো দশে রয়েছে মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ পিছিয়েছে এক ধাপ (১৪২)।

No comments

Powered by Blogger.