বিবাদী মেয়র তাই... by রফিকুল ইসলাম,

মি মামলা পরিচালনা করব না। সেই মর্মে আরজি (মামলা) খারিজের জন্য আবেদন করছি।' ওয়ান-ইলেভেনের সময় বরিশাল প্রথম যুগ্ম দায়রা জজ আদালতে দায়ের হওয়া দেওয়ানি মামলাটি এভাবেই মাত্র কয়েকটি বাক্যের মাধ্যমে আইনজীবীর সহায়তায় বাদী প্রত্যাহারের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. আলমগীর কবির গতকাল বৃহস্পতিবার মামলাটি খারিজ করে দেন।


আলোচ্য মামলাটির বিবাদী ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট শওকত হোসেন হিরন। চলতি বছরের ২৭ অক্টোবর মেয়র ওই মামলায় নিজেই বিবাদী হন। গতকাল একই আদালতে মেয়র হিরনের বিবাদী হওয়ার বর্ণনা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। এর আগেই ১৯ নভেম্বর শহরের বিবিরপুকুর পাড়ের বিরোধীয় ওই জমিটি বালু ফেলে 'পাবলিক স্কয়ার'-এর সাইনবোর্ড ঝুলিয়ে দখলে নেওয়া হয়।
মামলার আরজিতে প্রকাশ, শহরের বিবিরপুকুরের দক্ষিণ পাড়ে দেবী চরণ, অন্নদা চরণ ও কাঙ্গালী চরণ_এই তিন ভাইয়ের নামে ২০৪ সহস্রাংশ পৈতৃক সম্পত্তি ছিল। তাঁদের একমাত্র ওয়ারিশ ছিলেন দেবী চরণের মেয়ে সুশীলা বালা। তাঁর দুই ছেলে কানাইলাল মুখার্জী ও সন্তোষ লাল মুখার্জী ওই জমির ওয়ারিশ হন। ২০০৭ সালে তাঁরা জানতে পারেন ওই জমি ভিপি (ভেস্টেট প্রপার্টি) সম্পত্তি হিসেবে সরকার জিম্মায় নিয়ে গেছে। ভিপি আদেশের বিরুদ্ধে কানাইলাল মুখার্জী ওই বছরের ১০ মে জেলা প্রশাসককে বিবাদী করে বরিশাল প্রথম যুগ্ম দায়রা জজ আদালতে দেওয়ানি মামলা করেন। একপর্যায়ে বাকেরগঞ্জের সীমান্তবর্তী ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠির মিজানুর রহমানকে মামলা পরিচালনার জন্য পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া হয়।

No comments

Powered by Blogger.