অনিমেষের ছবির মহরতে শিল্পীর মেলা

নাটক, টেলিছবি ও ভিডিওছবির পর এবার চলচ্চিত্র পরিচালনা করছেন অনিমেষ আইচ। তার পরিচালিত প্রথম ছবি 'না মানুষ'-এর মহরত হলো গত বুধবার ঢাকার একটি ক্লাবে। এখানে এসেছিলেন দেশীয় বিনোদন অঙ্গনের জনপ্রিয় শিল্পীরা। তাদের মধ্যে ছিলেন আবুল হায়াত, নাসির উদ্দীন ইউসুফ, মাসুদ পারভেজ, সারা যাকের, রোকেয়া রফিক বেবী, তৌকীর আহমেদ, বিপাশা হায়াত, তানভীন সুইটি, শাহরিয়ার শুভ, স্বাধীন খসরু, নাজমুল হুদা বাচ্চু, অমল বোস,


টেলিসামাদ, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, মেজবাউর রহমান সুমন, রেদওয়ান রনিসহ অনেকেই। অনুষ্ঠানটি উপস্থাপন করেন নাট্যশিল্পী ঋতু সাত্তার।
কথাশিল্পী শহীদুল জহিরের সাহিত্যকর্ম নিয়েই ছবিটির চিত্রনাট্য তৈরি হয়েছে। এখানে অনিমেষ আইচ বলেন, 'অনেকদিন ধরেই ছবি তৈরি করতে চেয়েছিলাম। সেজন্য এতদিন নিজেকে প্রস্তুত করেছি। 'না মানুষ' ছবিতে নামের মতোই দৃশ্যের পর দৃশ্যে থাকবে অদ্ভুত আলোকিত সৌন্দর্য, সম্পর্কের নানা ধরন আর ভালোবাসার এক অদ্ভুত বর্ণনা। প্রকৃতি আর মানুষের সম্পর্কের এক আশ্চর্য প্রভাব থাকবে পুরো ছবিজুড়ে।'
'না মানুষ' চলচ্চিত্রে আকালু চরিত্রে দীপাক মান, চন্দ্রভান চরিত্রে মৌমি আর নয়নতারার ভূমিকায় অভিনয় করছেন সিমলা। দীপাক মান ও মৌমির এটাই প্রথম চলচ্চিত্র। তবে ছবির মহরত ঘোষণার কিছু সময় পর খবর আসে দীপাক মানের বাবা পরলোকগমন করেছেন। ছবির সঙ্গীতায়োজন করছেন রাহুল আনন্দ। আগামী ১৭ ডিসেম্বর এফডিসিতে একটি গানের চিত্রায়নের মাধ্যমে এর দৃশ্যধারণ শুরু হবে।

No comments

Powered by Blogger.