চট্টগ্রামে ফুলেল শুভেচ্ছা

তিন ম্যাচের সিরিজের দুটিতেই হার। দেশের অগণিত ক্রিকেটভক্তদের স্বপ্নের সমাধি করে সিরিজের শেষ ম্যাচটি খেলতে বন্দরনগরী চট্টগ্রামে পেঁৗছেছে বাংলাদেশ দল। এভাবে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরে যাওয়ার পরও মুশফিকদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়নি চট্টলাবাসী। এ কারণে গতকাল চট্টগ্রামে পেঁৗছার পর তাদের ফুলেল শুভেচ্ছাই দিয়েছে তারা।


ঢাকা থেকে রিজেন্ট এয়ারওয়েজের বিমানে গতকাল বিকেল সোয়া ৪টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পেঁৗছে বাংলাদেশ দল। সেখানে মিডিয়াকর্মীরা অনেক চেষ্টা করেও বাংলাদেশ দলপতি মুশফিক কিংবা দলের অন্য কোনো সদস্যের সঙ্গে কথা বলার সুযোগ পাননি। সিরিজ খোয়া যাওয়ায় মুখে কুলুপ এঁটেছেন স্বাগতিক দলের সদস্যরা। বিমানবন্দর থেকে টিমবাসে বিকেল সাড়ে ৫টায় নগরীর জিইসি মোড়ের হোটেল পেনিনসুলায় পেঁৗছান মুশফিকরা। হোটেলের সামনে বাস থেকে নামার পর বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় ক্রীড়া সংগঠকরা। এ সময় সবাইকে পাশ কাটিয়ে নিজেকে আড়াল করে একাকী হোটেলে ওঠেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। হোটেল পেনিনসুলার সামনেও দলের কেউ মিডিয়ার সঙ্গে কথা বলেননি। তারা মিডিয়াকে এড়িয়ে সোজা হোটেলে উঠে যান। পরাজয়ের গ্গ্নানি ভুলে আগামীকাল চট্টগ্রামের বিশ্বকাপ ভেন্যু জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবেন মুশফিক-সাকিব-তামিমরা। এর আগে নিজেদের প্রস্তুত করতে আজ সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম ভেন্যুতে প্র্যাকটিস করবেন তারা। আজ টানা তিন ঘণ্টা নেটে বোলিং ও ব্যাটিং প্র্যাকটিসে ঘাম ঝরাবেন স্বাগতিকরা। পাশাপাশি ফিল্ডিং প্র্যাকটিসও সেরে নেবেন তারা। এদিকে ঢাকায় সিরিজ জয় নিশ্চিত করে গতকাল রাতে চট্টগ্রামে পেঁৗছেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলও। বাংলাদেশ দলের মতো তারাও উঠেছে হোটেল পেনিনসুলায়। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচকে সামনে রেখে আজ দুপুর দেড়টা থেকে চট্টগ্রাম ভেন্যুতে প্র্যাকটিস শুরু করবে তারা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে তাদের প্র্যাকটিস সেশন।

 

No comments

Powered by Blogger.