ইরানের জড়িত থাকার অভিযোগ হাস্যকর: খামেনি
সৌদি রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনায় তেহরানের জড়িত থাকার অভিযোগ এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রত্যাখ্যান করেছেন। গতকাল শনিবার সে দেশের পশ্চিমাঞ্চলীয় গিলাংহারব শহরে জনসমাবেশে বক্তব্য দেওয়ার সময় খামেনি বলেন, এ ধরনের অভিযোগ অর্থহীন ও হাস্যকর।
খামেনির এই বক্তব্য পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। খামেনি বলেন, ইরানের বিরুদ্ধে এ ধরনের উদ্ভট প্রচারণা চালিয়ে যুক্তরাষ্ট্র সফল হবে না। তিনি আরও বলেন, ওয়াশিংটন বলে আসছে ইরানকে তারা একঘরে করতে চায়। এতেও সফল হবে না ওয়াশিংটন, বরং যুক্তরাষ্ট্রই বিচ্ছিন্ন হয়ে পড়বে।
ইরান ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা করেছিল বলে গত মঙ্গলবার অভিযোগ করে যুক্তরাষ্ট্র।
খামেনির এই বক্তব্য পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। খামেনি বলেন, ইরানের বিরুদ্ধে এ ধরনের উদ্ভট প্রচারণা চালিয়ে যুক্তরাষ্ট্র সফল হবে না। তিনি আরও বলেন, ওয়াশিংটন বলে আসছে ইরানকে তারা একঘরে করতে চায়। এতেও সফল হবে না ওয়াশিংটন, বরং যুক্তরাষ্ট্রই বিচ্ছিন্ন হয়ে পড়বে।
ইরান ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা করেছিল বলে গত মঙ্গলবার অভিযোগ করে যুক্তরাষ্ট্র।
No comments