৪৭৭ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল

সরায়েলি কর্তৃপক্ষ ৪৭৭ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে তালিকা প্রকাশ করেছে। আগামী মঙ্গলবার তাদের মুক্তি দেওয়া হবে। ফিলিস্তিনের হাতে আটক ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে ফেরত পেতে ওই বন্দিদের মুক্তি দিচ্ছে ইসরায়েল। খবর : এএফপি ও আলজাজিরা অনলাইনের।গতকাল রোববার ইসরায়েল বিচার মন্ত্রণালয় এ তালিকা প্রকাশ করে। তালিকাভুক্তদের মধ্যে ২৭ জন নারী। এ ছাড়া ফিলিস্তিনি রাজনৈতিক সংগঠন হামাসের প্রতিষ্ঠাতা সদস্য ইহিয়া আল সিনওয়ারকেও মুক্তি দিচ্ছে ইসরায়েল। তবে হামাস জানিয়েছিল তাদের ৬ শীর্ষ নেতা মুক্তি পাবেন।


পাঁচ বছর ধরে ফিলিস্তিনে হামাসের হাতে বন্দি ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে ফিরে পেতে সংগঠনটির সঙ্গে ওই চুক্তিতে উপনীত হয় ইসরায়েল। হামাস আশা করছে আগামী দু'মাসের মধ্যে আরও ৫৫০ ফিলিস্তিনি মুক্তি পাবে।
মুক্তি পেলে ৪৭৭ জনের অধিকাংশই ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের গাজা উপত্যকার পশ্চিমতীরে নিজ বাড়িতে ফিরতে পারবে। তবে অনেককেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অধীনে রাখা হবে বা ফিলিস্তিনের ভেতরেই অন্য কোনো স্থানে বাস করতে হবে। তবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলতে কি তা খোলাসা করে কিছু বলেননি ইসরায়েলি কর্তৃপক্ষ।
ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেজ বন্দি মুক্তির ফাইলে দু'দিন পরে সই করবেন। সে হিসাবে বন্দিদের আগামী মঙ্গলবার মুক্তি দেওয়া হবে। মূলত, এ চুক্তির বিরুদ্ধে কেউ যদি আদালতে যেতে চায়, তাদের সময় দিতেই এ সময় নিচ্ছে ইসরায়েল। চুক্তিটির বিরোধিতাও করছে অনেক ইসরায়েলি।
এদিকে মুক্তিপ্রাপ্ত 'বীরদের' বরণ করতে ব্যাপক প্রস্তুতি চলছে গাজা উপত্যকায়। গাজায় এক সংবাদ সম্মেলনে পপুলার রেসিসট্যান্স কমিটির এক মুখপাত্র জানান, মুক্তিপ্রাপ্তদের বীরের মতো বরণ করে নিতে সবগুলো সংগঠনই একযোগে কাজ করতে সম্মত হয়েছে।

No comments

Powered by Blogger.