মার্কিন বাজেট ঘাটতি এক দশমিক তিন ট্রিলিয়ন ডলার

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি অর্থবছরে দেশটির বাজেট ঘাটতি এক দশমিক তিন ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০০৯ সালের পর এটাই মার্কিন বাজেট ঘাটতির সর্বোচ্চ রেকর্ড। ২০০৯ সালে মার্কিন বাজেট ঘাটতির পরিমাণ ছিল এক দশমিক ৪২ ট্রিলিয়ন মার্কিন ডলার। এছাড়া এ নিয়ে পরপর তিন বছর মার্কিন বাজেট ঘাটতি এক ট্রিলিয়ন ডলারের সীমানা ছাড়িয়ে গেল। গত বছর মার্কিন বাজেট ঘাটতির পরিমাণ ছিল এক দশমিক ২৯ ট্রিলিয়ন মার্কিন ডলার। অর্থাত্ গত বছরের চেয়ে মার্কিন বাজেট ঘাটতির পরিমাণ শূন্য দশমিক শূন্য একভাগ বাড়ল। এভাবে বাজেট ঘাটতি বাড়তে থাকায় দেশটির অর্থনৈতিক সঙ্কট জোরদারের আশঙ্কা আবারও প্রবল হয়ে উঠেছে।


এদিকে মার্কিন সরকারের ঋণের কোটা নিয়ে গত আগস্ট মাসে কংগ্রেসে যে সমঝোতা হয়েছে তার ভিত্তিতে ১২ সদস্যের কংগ্রেস কমিটি আগামী এক দশকের মধ্যে দেড় ট্রিলিয়ন ডলার অর্থ সঞ্চয়ের নির্দেশ দিয়েছে। কংগ্রেস এই কমিটির পরামর্শ অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে বিল পাস করতে ব্যর্থ হলে ২০১৩ অর্থবছরের শুরুতেই মার্কিন সরকারকে এক দশমিক দুই ট্রিলিয়ন ডলার ব্যয় কমাতে হবে। এ বিষয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের মধ্যে দর কষাকষি চলছে। কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা ঋণ কমানোর চেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে রিপাবলিকান সদস্যরা সরকারি ব্যয় কমানোর ওপর জোর দিয়ে এলেও এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কংগ্রেসে কোনো প্রস্তাব তোলেনি।

No comments

Powered by Blogger.