ম্যানইউর ড্র জয় রিয়ালের

গঞ্জালো হিগুয়েইনের কাটছে সুসময়। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে যাওয়ার আগে লা লিগায় রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচটিতে করেছিলেন হ্যাটট্রিক। আর্জেন্টিনার হয়েও চিলির বিপক্ষে হ্যাটট্রিক করা হিগুয়েইন কাল আবার হ্যাটট্রিক করলেন ক্লাবের জার্সি পরে। লিগে তাঁর টানা দ্বিতীয় হ্যাটট্রিক এবং নিজেকে ফিরে পাওয়া কাকার গোলে রিয়াল মাদ্রিদ রিয়াল বেটিসের বিপক্ষে জিতেছে ৪-১ গোলে।
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ছেদ পড়লেও অপরাজিত থাকার দৌড়টা অক্ষুণ্ন রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুল-ম্যানইউর বহুল আলোচিত ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। নিজেদের মাঠে লিভারপুলকে এগিয়ে দিয়েছিলেন প্রায় সাত মাস পর আবার প্রথম একাদশে নামা অধিনায়ক স্টিভেন জেরার্ড। ম্যানইউ কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনকে স্বস্তি দিয়েছেন বদলি হিসেবে নামা হাভিয়ের হার্নান্দেজ। সমতাসূচক গোলটি এই মেক্সিকান করেছেন ৮১ মিনিটে।
হার্নান্দেজ ম্যাচ বাঁচিয়েছেন ঠিক, তবে ম্যানইউকে শীর্ষে রাখতে পারেননি। পারেননি ম্যানচেস্টার শহরের আরেক ক্লাব ম্যানচেস্টার সিটির কারণেই। নিজেদের মাঠে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠে গেছে সিটি। ৮ ম্যাচে ২২ পয়েন্ট তাদের, সমান ম্যাচে ম্যানইউর পয়েন্ট ২০। গোল করেছেন বালোতেল্লি, জনসন, কোম্পানি ও মিলনার।
জয়োৎসব করেছে চেলসিও। নিজেদের মাঠে আন্দ্রেস ভিলাস-বোয়াসের দল ৩-১ গোলে হারিয়েছে এভারটনকে। এই জয়ে চেলসির পয়েন্ট ৮ ম্যাচে ১৯। গোল তিনটি করেছেন স্টারিজ, টেরি ও র‌্যামিরেজ। এএফপি।
ইতালিয়ান সিরি ‘আ’তে দুঃস্বপ্নকে কিছুতেই ঠেলতে পারছে না ইন্টার মিলান। আগের ম্যাচে নাপোলির কাছে ৩-০ গোলে বিধ্বস্ত ইন্টার কাল ২-১ গোলে হেরেছে কাতানিয়ার কাছে। ওদিকে জার্মান বুন্দেস লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বায়ার্ন মিউনিখ। কাল হার্থা বার্লিনকে ৪-০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও সংহত করেছে তারা।

No comments

Powered by Blogger.