মেসির জোড়া গোল হিগুয়েনের হ্যাটট্রিক
বার্সেলোনার হয়ে গোল করেই চলেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। শনিবার রাতেও তিনি করেছেন দুই গোল। তার জোড়া গোলের ওপর ভর করে বার্সেলোনা ৩-০ গোলে রেসিং সান্তান্দারকে পরাস্ত করে লিগ টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে। বার্সেলোনার হয়ে অপর গোলটি করেন জাভি হার্নান্দেজ। সাত ম্যাচ শেষে তাদের ঝুলিতে এখন ১৭ পয়েন্ট। একই রাতে জাতীয় দলে মেসির আরেক সতীর্থ গঞ্জালেস হিগুয়েন হ্যাটট্রিক করে তার রিয়াল মাদ্রিদকে বড় জয় এনে দিয়েছেন রিয়াল বেটিকসের বিপক্ষে। ৪-১ গোলে জয় তুলে নিয়ে বার্সার পরের অবস্থানেই আছে রিয়াল মাদ্রিদ।
বার্সার সমান সংখ্যক ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। বার্সা-রিয়ালের জয়ের রাতে ভ্যালেন্সিয়া-মালোর্কা, গেতাফে-ভিয়ারিয়াল এবং গ্রানাদা-অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচ ড্র হয়। গোল হয়নি খেলা দুটোর একটিতেও। ভ্যালেন্সিয়া-মালোর্কার ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও অপর দুই ম্যাচে কোনো গোল হয়নি। নিজেদের মাঠে সফরকারী রেসিং সান্তান্দারকে এক মুহূর্তের জন্যও দাঁড়াতে দেয়নি বার্সেলোনা। ন্যু-ক্যাম্পে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে নেয় মেসি-জাভিরা। বল মাঠে গড়ানোর মাত্র ১২ মিনিটের মধ্যেই স্বাগতিকরা গোলের দেখা পায় এ গ্রহের সেরা ফুটবলার মেসির কাছ থেকে (১-০)। এগিয়ে যাওয়া বার্সাকে ১৬ মিনিটের ব্যবধানে আরও একধাপ ওপরে টেনে তোলেন জাভি হার্নান্দেজ (২-০)। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই স্বাগতিকরা মাঠ ছাড়ে। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি আদায় করে নিয়ে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি এঁটে দেন মেসি (৩-০)। তার অসাধারণ নৈপুণ্যে শনিবার রাতে বার্সালোনা নিজেদের মাটিতে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়ে তালিকার শীর্ষস্থানটি অক্ষুণ্ন রাখে। এ ম্যাচে জোড়া গোল করে বার্সার গোলের রেকর্ড বইয়ে নিজের নামটি আরও একটু উপরে তুললেন লিওনেল মেসি। লাডিসলাও কুবালাকে (১৯৪) টপকে এখন তিনিই হলেন ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা (১৯৬)। মেসির সামনে এখন আছেন কেবল সিজার রর্ডিগুয়েজ। বার্সার হয়ে তার গোল সংখ্যা ২৩৫টি। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ১২ খেলায় ১৬ গোল করেছেন মেসি। এর মধ্যে ১০ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন পর্যন্ত শীর্ষে আছেন তিনি। হিগুয়েন হ্যাটট্রিক করলেও মেসির চেয়ে পিছিয়ে আছেন দুই গোলে। এদিকে সান্তিয়াগো বার্নাব্যুতে হিগুয়েনের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে হারিয়েছে রিয়াল বেটিকসকে। ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার শেষ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন হিগুয়েন (১-০)। এরপর ম্যাচের ৫৯ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার কাকা (২-০)। আর পেছনে ফিরে তাকাতে হয়নি হিগুয়েনকে। ক্লাব সমর্থকদের আনন্দে মাতিয়ে আর্জেন্টাইন এ স্ট্রাইকার নিজের দ্বিতীয় গোলটি করেন ৭০ মিনিটে (৩-০)। তিন মিনিট পরেই সেই মাহেন্দ্রক্ষণ ধরা দেয় হিগুয়েনের সামনে। হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি (৪-০)। তবে বেটিসের পক্ষে একটি গোল শোধ করেন জর্জ মলিনা ৬৯ মিনিটে। এটি হিগুয়েনের তৃতীয় হ্যাটট্রিক। এর আগের হ্যাটট্রিক দুটোর একটি করেন তিনি লা লিগায় এসপানিওলের বিপক্ষে। অপরটি চিলির বিপক্ষে আর্জেন্টিনার হয়ে।
No comments