আফগানিস্তানে মার্কিন লক্ষ্যবস্তুতে তালেবানের হামলা
আফগানিস্তানের তালেবান জঙ্গিরা পানশির প্রদেশে মার্কিন লক্ষ্যবস্তুতে গতকাল শনিবার আত্মঘাতী হামলা চালিয়েছে। হামলায় চারজন হামলাকারীসহ ছয়জন নিহত ও দুজন আহত হয়েছে।
পানশির প্রদেশের পুলিশপ্রধান মোহাম্মদ কাশিম জানান, যুক্তরাষ্ট্র পরিচালিত প্রভিন্সিয়াল রিকনস্ট্রাকশন টিম (পিআরটি) কার্যালয় লক্ষ্য করে চার আত্মঘাতী জঙ্গি হামলা চালায়। এর মধ্যে প্রথম হামলাকারী তার বিস্ফোরকবোঝাই গাড়িতে বিস্ফোরণ ঘটায়। আর অন্য তিনজন পিআরটি কার্যালয়ের ফটকে পৌঁছে বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়। হামলায় দুজন গাড়িচালক নিহত এবং অপর দুই নিরাপত্তা প্রহরী আহত হয়েছে।
পুলিশপ্রধান আরও জানান, হামলার সময় পিআরটি কার্যালয়ের ভেতরে কয়েকজন মার্কিন কর্মকর্তা ছিলেন। তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ পিআরটি কার্যালয়ের ফটকে হামলা চালানোর কথা স্বীকার করে বিবৃতি দিয়েছেন।
পানশির প্রদেশের পুলিশপ্রধান মোহাম্মদ কাশিম জানান, যুক্তরাষ্ট্র পরিচালিত প্রভিন্সিয়াল রিকনস্ট্রাকশন টিম (পিআরটি) কার্যালয় লক্ষ্য করে চার আত্মঘাতী জঙ্গি হামলা চালায়। এর মধ্যে প্রথম হামলাকারী তার বিস্ফোরকবোঝাই গাড়িতে বিস্ফোরণ ঘটায়। আর অন্য তিনজন পিআরটি কার্যালয়ের ফটকে পৌঁছে বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়। হামলায় দুজন গাড়িচালক নিহত এবং অপর দুই নিরাপত্তা প্রহরী আহত হয়েছে।
পুলিশপ্রধান আরও জানান, হামলার সময় পিআরটি কার্যালয়ের ভেতরে কয়েকজন মার্কিন কর্মকর্তা ছিলেন। তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ পিআরটি কার্যালয়ের ফটকে হামলা চালানোর কথা স্বীকার করে বিবৃতি দিয়েছেন।
No comments