ভারতের দীর্ঘতম সুড়ঙ্গ রেলপথের উদ্বোধন

জম্মু ও কাশ্মীরে ভারতের দীর্ঘতম এবং এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম সুড়ঙ্গ রেলপথের উদ্বোধন করা হয়েছে শুক্রবার। ভারতের উত্তরাঞ্চলীয় রেলের এই সুড়ঙ্গ রেলপথের দৈর্ঘ্য ১০ দশমিক ৯৬ কিলোমিটার। এই সুড়ঙ্গ রেলপথটি কাশ্মীরের বানিহাল ও কাজিগান্দের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে। গোটা পথটিই তৈরি করা হয়েছে পাহাড়ের মধ্যে সুড়ঙ্গ কেটে।
এই সুড়ঙ্গ রেলপথ তৈরির ফলে উধমপুর-শ্রীনগর-বারামুল্লার মধ্যে রেল যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে। এই সুড়ঙ্গ রেলপথের পাশে একই সঙ্গে নির্মাণ করা হয়েছে তিন মিটার চওড়া একটি কংক্রিটের সড়কও। মূলত জরুরি পরিষেবা ও মেরামতের প্রয়োজনেই এ সড়কটি ব্যবহার করা হবে। এই সুড়ঙ্গ রেলপথটি পানি ও অগ্নিনিরোধক। এটি নির্মাণের ফলে মাত্র ছয় মিনিটে জম্মু এলাকা থেকে কাশ্মীরে যাওয়া যাবে।

No comments

Powered by Blogger.