লাইবেরিয়ার ভোটের ফল প্রত্যাখ্যান বিরোধী দলগুলোর

লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে দেশটির বিরোধী নয়টি রাজনৈতিক দল। এর মধ্যে এ বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রেসিডেন্ট ইলেন জনসন সিরলিফের প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর দলও রয়েছে। তবে নির্বাচনে জালিয়াতির অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটির নির্বাচন কমিশন। খবর আলজাজিরা অনলাইনের।লাইবেরিয়ার এবারের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট সিরলিফসহ মোট ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সাড়ে নয় লাখ ভোট গণনার পর দেখা যায়, সিরলিফ পেয়েছেন ৪৪ দশমিক ৬ শতাংশ এবং প্রধান প্রতিদ্বন্দ্বী উইনস্টন টুবম্যান পেয়েছেন ৩১ দশমিক ৪ শতাংশ ভোট।


কিন্তু দেশটির ৯টি বিরোধী দল এক যৌথ বিবৃতিতে নির্বাচন কমিশন ঘোষিত এ ফলকে জালিয়াত ও অবৈধ বলে ঘোষণা দিয়েছে। দলগুলো পরবর্তী গণনা প্রক্রিয়া থেকে নিজেদের সদস্যদের প্রত্যাহারেরও ঘোষণা দিয়েছে। গতকাল রোববার তারা শান্তিপূর্ণ র‌্যালিও করে। তবে তাদের অভিযোগ অস্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, আন্তর্জাতিক মহল নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ বলে রায় দিয়েছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত এ ভোটের জন্য ১৮ লাখ ভোটার নিবন্ধিত হয়। এ দফায় কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি না পেলে নভেম্বরে দ্বিতীয় দফা ভোটগ্রহণ হবে।

No comments

Powered by Blogger.