মিসরে ইতালির উপদূতাবাসে বিস্ফোরণে নিহত ১
সন্দেহজনক গাড়িবোমার বিস্ফোরণে উপদূতাবাস ভবনের বহির্ভাগের অংশবিশেষ ধসে গেছে। ছবি: রয়টার্স |
মিসরের রাজধানী কায়রোর কেন্দ্রস্থলে
ইতালির উপদূতাবাসে (কনস্যুলেট) আজ শনিবার সকালে একটি শক্তিশালী বিস্ফোরণ
ঘটেছে। এতে অন্তত একজন নিহত ও চারজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দেশটির একজন কর্মকর্তা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনাকে বলেছেন, গাড়িবোমা
থেকে এই বিস্ফোরণ ঘটেছে।
স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে এই বিস্ফোরণ ঘটে। এ সময় উপদূতাবাস বন্ধ ছিল। বিস্ফোরণে উপদূতাবাস ভবনের বহির্ভাগের অংশবিশেষ ধসে গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছে। এর আগে ঘটনাস্থলে থাকা একজন চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিস্ফোরণে দুজন পুলিশ সদস্য ও তিনজন পথচারী আহত হয়েছে। নিহত ব্যক্তি পুলিশের সদস্য নাকি পথচারী, তা নিশ্চিত করেননি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র। কোনো গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।
স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে এই বিস্ফোরণ ঘটে। এ সময় উপদূতাবাস বন্ধ ছিল। বিস্ফোরণে উপদূতাবাস ভবনের বহির্ভাগের অংশবিশেষ ধসে গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছে। এর আগে ঘটনাস্থলে থাকা একজন চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিস্ফোরণে দুজন পুলিশ সদস্য ও তিনজন পথচারী আহত হয়েছে। নিহত ব্যক্তি পুলিশের সদস্য নাকি পথচারী, তা নিশ্চিত করেননি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র। কোনো গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।
No comments