নয়মাস আটক থাকার পর চীনের নারী সাংবাদিকের মুক্তি
চীনের
এক নারী সাংবাদিককে নয়মাস আটক রাখার পর মুক্তি দেয়া হয়েছে। তিনি হংকংয়ের
গণতান্ত্রিক বিক্ষোভের ওপর জার্মান ম্যাগাজিনকে একটি প্রতিবেদন প্রকাশে
সহায়তা করেছিলেন। ঝাং হামবুর্গভিত্তিক সাপ্তাহিক পত্রিকা ডি জেইট এ কাজ
করতেন।
মুক্তি পাওয়া নারী সাংবাদিক ঝাং মিয়াও শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে জানান, তিনি নিরাপদে রয়েছেন। মুক্তি পাবার পর তিনি একটি সরকারি পরিবহনে করে বাড়ি ফিরে যাচ্ছেন।
অক্টোবর মাসে হংকংয়ের সমর্থনে চীনের মূল ভূখণ্ডে আন্দোলনরতদের ওপর দমন-পীড়ন চালানোর সময় ঝাং মিয়াও নামে এই নারী সাংবাদিককে আটক করা হয়। পেশাগত দায়িত্ব পালন শেষে দেশে ফেরার কয়েক দিন পর বেইজিংয়ে তিনি গ্রেফতার হন। ওই আন্দোলনে হংকংয়ের একটি অংশ বন্ধ হয়ে যায়।
তার এই আটকের ঘটনাটি বিদেশি গণমাধ্যমে কর্মরত চীনা সাংবাদিকরা যে ঝুঁকির মধ্যে রয়েছেন এবং রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী কর্তৃক তারা যে প্রায়ই হয়রানির শিকার হন সে বিষয়টিই তুলে ধরল।
তবে ঝাংয়ের ভাই ও এক পারিবারিক বন্ধু জানান, শুক্রবার ভোরে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঝাংয়ের আইনজীবী ঝউ শিফেংকে আটক করেছে।
মুক্তি পাওয়া নারী সাংবাদিক ঝাং মিয়াও শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে জানান, তিনি নিরাপদে রয়েছেন। মুক্তি পাবার পর তিনি একটি সরকারি পরিবহনে করে বাড়ি ফিরে যাচ্ছেন।
অক্টোবর মাসে হংকংয়ের সমর্থনে চীনের মূল ভূখণ্ডে আন্দোলনরতদের ওপর দমন-পীড়ন চালানোর সময় ঝাং মিয়াও নামে এই নারী সাংবাদিককে আটক করা হয়। পেশাগত দায়িত্ব পালন শেষে দেশে ফেরার কয়েক দিন পর বেইজিংয়ে তিনি গ্রেফতার হন। ওই আন্দোলনে হংকংয়ের একটি অংশ বন্ধ হয়ে যায়।
তার এই আটকের ঘটনাটি বিদেশি গণমাধ্যমে কর্মরত চীনা সাংবাদিকরা যে ঝুঁকির মধ্যে রয়েছেন এবং রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী কর্তৃক তারা যে প্রায়ই হয়রানির শিকার হন সে বিষয়টিই তুলে ধরল।
তবে ঝাংয়ের ভাই ও এক পারিবারিক বন্ধু জানান, শুক্রবার ভোরে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঝাংয়ের আইনজীবী ঝউ শিফেংকে আটক করেছে।
No comments