রাশিয়ায় মোদি-নওয়াজ বৈঠক: সন্ত্রাসবাদ মোকাবিলায় ঐকমত্য
রাশিয়ায়
একান্ত বৈঠকে মিলিত হন ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও
নওয়াজ শরিফ। এসসিও সম্মেলনের প্রাক্কালে গতকাল প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক
করেন এ দুই নেতা। চিরপ্রতিদ্বন্দ্বী দুই রাষ্ট্রপ্রধানের এ বৈঠককে দেখা
হচ্ছে শীতল সম্পর্কের বরফ গলানোর পদক্ষেপ হিসেবে। বৈঠকে উভয় নেতা সন্ত্রাস
দমনে একসঙ্গে কাজ করা সহ একাধিক বিষয়ে সম্মত হয়েছেন। মতপার্থক্য নিরসনে
থমকে যাওয়া আলোচনা প্রক্রিয়া আবারও শুরু করার বিষয়েও সম্মত হয়েছেন তারা। এ
খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই ও টাইমস অব ইন্ডিয়া। দ্বিপক্ষীয় সম্পর্ক
উন্নয়নে এ বৈঠককে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বৈঠকে উভয়
নেতা দুদেশের মধ্যে বিদ্যমান সব ইস্যু সমাধানের লক্ষ্যে আলোচনায় বসতে
সম্মত হয়েছেন। সন্ত্রাসবাদ মোকাবিলায় উভয় দেশ একে অপরকে সহায়তা করবেন বলে
ঘোষণা দিয়েছেন। মুম্বই হামলার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতেও সম্মত
হয়েছে দুই দেশ। ওই মামলায় অভিযুক্তদের ‘ভয়েস স্যাম্পল’ ভারতকে দিতে সম্মত
হয়েছে পাকিস্তান। সন্ত্রাসবাদ বিষয়ক সব ইস্যু নিয়ে আলোচনা করতে উভয় দেশের
জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা বৈঠকে বসবেন। বৈঠকে নওয়াজ শরীফ ২০১৬ সালে
পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে যোগ দিতে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ
জানান। মোদি পাকিস্তান প্রধানমন্ত্রীর এ আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে উল্লেখ
করেন। এছাড়া দুদেশে আটক মৎসচাষিদের ১৫ দিনের মধ্যে মুক্ত করার সিদ্ধান্ত
নিয়েছে দুই দেশ। বৈঠকে ধর্মীয় সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয়েও আলোচনা করেছেন
উভয় নেতা। উল্লেখ্য, এক বছরেরও বেশি সময়ের মধ্যে নরেন্দ্র মোদি ও নওয়াজ
শরিফের এটা ছিল প্রথম বৈঠক। বৈঠকের পর গৃহীত সিদ্ধান্তগুলো এক যৌথ বিবৃতিতে
ঘোষণা দেন ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদ্বয়- এস. জয়শঙ্কর ও আইজাজ
আহমাদ চৌধুরী।
No comments