ফ্রান্সে তুষারধসে ৯ জনের মৃত্যু

ফ্রান্সের আলপাইন স্কি রিসোর্টের কাছে তুষারধসে কমপক্ষে ৯ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৯ জন আহত এবং চারজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মঁ মোদির পাদদেশে গত বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।


আহতদের বিমানে করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন স্প্যানিশ, একজন জার্মান, একজন সুইস এবং তিনজন ব্রিটিশ নাগরিক। বাকিদের পরিচয় জানা যায়নি। এ পর্যন্ত উদ্ধারকর্মীরা ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছেন। তবে এখনো চারজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এঁদের মধ্যে দুজন ব্রিটিশ ও দুজন স্পেনের নাগরিক বলে জানা গেছে। উদ্ধারকারী দল নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
তবে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তুষারধসে নিহত পর্বতারোহীদের মধ্যে কোনো ব্রিটিশ নাগরিক থাকার বিষয়টি ফ্রান্স কর্তৃপক্ষ তাদের জানায়নি।
মঁ ব্লঁ পর্বতমালার তৃতীয় সর্বোচ্চ চূড়া মঁ মোদি। পর্বতারোহীরা কয়েকটি দলে ভাগ হয়ে দড়ি বেয়ে ওপরে ওঠার সময় তুষারধসের কবলে পড়েন বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তুষারধসকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে বর্ণনা করেছে। সূত্র : বিবিসি।

No comments

Powered by Blogger.