উষ্ণায়নের প্রভাব রোধে অর্থনৈতিক সহযোগিতায় অগ্রাধিকার চাই- ব্রিটিশ মন্ত্রীকে শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু
পরিবর্তনে সর্বাধিক ঝুঁকিপূর্ণ দেশ হওয়ায় পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে
চলতে অভিযোজন ও প্রশমন কর্মসূচীর জন্য আনত্মর্জাতিক সমপ্রদায়ের কাছ থেকে
বাংলাদেশের প্রচুর অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন।
প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণতার প্রভাব মোকাবেলায় সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ
দেশগুলোর (এমভিসিএস) অভিযোজন, প্রযুক্তি হসত্মানত্মর ও সামর্থ্য
বৃদ্ধিমূলক কর্মসূচীকে অগ্রাধিকার দিতে হবে। খবর বাসসর। সফররত ব্রিটিশ
পরিবেশ, খাদ্য ও পলস্নী বিষয়কমন্ত্রী জিম ফিজল্যাট্রিক রবিবার শেখ হাসিনার
সঙ্গে তাঁর কার্যালয়ে সাৰাত করলে তিনি এ কথা বলেন।
ব্রিটিশ মন্ত্রী দূরদশর্ী নেতৃত্ব, জলবায়ু পরিবর্তন ইসু্য মোকাবেলায় ভূমিকা পালন এবং গণতান্ত্রিক সরকার পরিচালনায় সাহসী সিদ্ধানত্মের জন্য শেখ হাসিনার প্রশংসা করেন।
ব্রিটিশ মন্ত্রী দূরদশর্ী নেতৃত্ব, জলবায়ু পরিবর্তন ইসু্য মোকাবেলায় ভূমিকা পালন এবং গণতান্ত্রিক সরকার পরিচালনায় সাহসী সিদ্ধানত্মের জন্য শেখ হাসিনার প্রশংসা করেন।
No comments