মমতাকে 'অসৎ' বলায় বুদ্ধদেবকে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে প্রশ্ন তোলায় সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব
ভট্টাচার্যকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গত বুধবার ক্ষমতাসীন তৃণমূলের
আইনজীবী সেল এ নোটিশ পাঠিয়েছে।
নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে
সিপিআই (এম)-এর পলিটব্যুরোর সদস্য বুদ্ধদেবকে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে।
গত মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত অনুষ্ঠানে মমতা সৎ নন_এমন মন্তব্য করেন
বুদ্ধদেব।
তৃণমূলের আইনজীবী সেলের সভাপতি বৈষ্ণম্বর চট্টোপাধ্যায় বুধবার জানান, রাজ্যের প্রশাসনিক প্রধানের (মুখ্যমন্ত্রী) বিরুদ্ধে মন্তব্য করে রাজ্যবাসীকে ছোট করেছেন বুদ্ধদেব। ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলাও করা হতে পারে।
একটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে মমতার সততা নিয়ে প্রশ্ন করা হলে বুদ্ধদেব বলেন, 'তিনি যে সৎ নন, সেটি এরই মধ্যে বিভিন্ন ঘটনায় প্রমাণিত হয়েছে।' গত দেড় বছরে মুখ্যমন্ত্রীর কোনো অর্জন নেই বলেও মন্তব্য করেন তিনি। আরেকটি টেলিভিশনে আগে ধারণ করা সাক্ষাৎকারেও প্রায় একই অভিযোগ করেন বুদ্ধদেব।
তৃণমূলের আইনজীবী সেলের সভাপতি বৈষ্ণম্বর চট্টোপাধ্যায় বুধবার জানান, রাজ্যের প্রশাসনিক প্রধানের (মুখ্যমন্ত্রী) বিরুদ্ধে মন্তব্য করে রাজ্যবাসীকে ছোট করেছেন বুদ্ধদেব। ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলাও করা হতে পারে।
একটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে মমতার সততা নিয়ে প্রশ্ন করা হলে বুদ্ধদেব বলেন, 'তিনি যে সৎ নন, সেটি এরই মধ্যে বিভিন্ন ঘটনায় প্রমাণিত হয়েছে।' গত দেড় বছরে মুখ্যমন্ত্রীর কোনো অর্জন নেই বলেও মন্তব্য করেন তিনি। আরেকটি টেলিভিশনে আগে ধারণ করা সাক্ষাৎকারেও প্রায় একই অভিযোগ করেন বুদ্ধদেব।
No comments