ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ১৬
ইরাকের কেন্দ্রস্থলে আজ শুক্রবার কয়েক মিনিটের ব্যবধানে একাধিক গাড়িবোমা হামলায় ১৬ জন নিহত ও বেশকিছু সংখ্যক লোক আহত হয়েছেন।
নিরাপত্তা
কর্মী ও হাসপাতাল সূত্রে বলা হয়েছে, রাজধানী বাগদাদের জনাকীর্ণ এক পাখির
বাজারে স্থানীয় সময় সকাল ৯টার পর দু’টি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত
১১ জন নিহত ও আরো ৩০ জন আহত হন।
এরপর বাগদাদের দণিক্ষাঞ্চলে শিয়া অধ্যুষিত বাবিল প্রদেশে দু’টি গাড়িবোমা হামলায় অন্তত পাঁচজন নিহত ও আরো ১১ জন আহত হন।
এখনও পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করে নি।
উল্লেখ্য, অস্থিতিশীল ইরাকে সম্প্রতি বেড়ে যাওয়া সহিসংতার মধ্যে এটি সর্বশেষ হামলার ঘটনা।
এরপর বাগদাদের দণিক্ষাঞ্চলে শিয়া অধ্যুষিত বাবিল প্রদেশে দু’টি গাড়িবোমা হামলায় অন্তত পাঁচজন নিহত ও আরো ১১ জন আহত হন।
এখনও পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করে নি।
উল্লেখ্য, অস্থিতিশীল ইরাকে সম্প্রতি বেড়ে যাওয়া সহিসংতার মধ্যে এটি সর্বশেষ হামলার ঘটনা।
No comments