শাহবাগের ঢেউ সংসদে-একাত্মতা আওয়ামী লীগ এমপিদের

মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কাদের মোল্লার ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগে গড়ে ওঠা আন্দোলনের উত্তাপ জাতীয় সংসদেও ছড়িয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনাকালে সরকারি দলের সংসদ সদস্যরা ওই আন্দোলনের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করেছেন। তাঁরা একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত ও জামায়াত-শিবিরের নৈরাজ্যকে প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
আলোচনায় অংশ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য জিয়াউর রহমান বলেন, 'শাহবাগের আন্দোলনে তরুণ প্রজন্ম একাত্তরের চেতনায় উজ্জীবিত হয়েছে। তাদের ওই আন্দোলনের সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করছি।' তিনি আরো বলেন, 'তরুণ প্রজন্ম রাস্তায় নেমেছে। তাই এ আন্দোলন এমন জায়গায় পৌঁছবে যে যুদ্ধাপরাধীদের বাংলাদেশে আর ঠাঁই হবে না।'
এরপর খুলনার সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল বলেন, 'রাজাকার কাদের মোল্লার বিচারের দাবিতে তরুণরা আজ শাহবাগে একত্র হয়েছে। বাংলার মাটিতে রাজাকারদের বিচার হবেই। তিনি বলেন, যাঁরা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাঁদের শাস্তি নিশ্চিত করতে হবে।' যুদ্ধাপরাধীদের ফাঁসি এখন সময়ের দাবি বলে তিনি উল্লেখ করেন। ঢাকা মহানগরীর সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল বলেন, 'আমরা জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে এসেছি যুদ্ধাপরাধীদের বিচার করতে। এটা করতে গিয়ে আমাদের নানা ধরনের বাধা-বিপত্তির মধ্যে পড়তে হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে আজ শাহবাগে কী হচ্ছে, তা সবাই জানেন। আমরা যুদ্ধাপরাধীদের বিচার করবই। '
নওগাঁর সংসদ সদস্য ইসরাফিল আলম বলেন, 'শাহবাগে নতুন প্রজন্মের নবধারার মুক্তি সংগ্রামের শুভসূচনা হয়েছে। এটা আস্তে আস্তে সারা দেশে ছড়িয়ে পড়ছে। এ আন্দালনকে আমরা স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। এই আন্দোলনের সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।'
মাগুরার সংসদ সদস্য ডা. সিরাজুল আকবর বলেন, 'বিএনপি-জামায়াত মনে করেছিল তারা জাতিকে বিভ্রান্ত করতে পারবে। কিন্তু আমাদের যুবসমাজ প্রমাণ করেছে এ জাতি পরাজিত হওয়ার নয়।'
আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা আরো বলেন, শাহবাগ স্কয়ারের আন্দোলনের সঙ্গে সর্বস্তরের জনতা একাত্মতা প্রকাশ করেছে। এতে প্রমাণিত হয়েছে, বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত। তাই কোনো ষড়যন্ত্র করে জাতিকে বিভ্রান্ত করা যাবে না। তারা আরো বলেন, একাত্তরের মতো তরুণ ও যুবসমাজ জেগে ওঠায় বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র জোয়ারের মতো ভেসে যাবে। গণবিস্ফোরণের মুখে তাদের নেত্রী খালেদা জিয়াও উড়ে যাবে।
ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনায় আরো অংশ নেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, এনামুল হক, শফিকুল ইসলাম খান প্রমুখ।

No comments

Powered by Blogger.