জন্মগত ঠোঁটকাটা ও তালুফাটা শিশুদের পাশে ইবনে সিনা ট্রাস্ট
ইবনে সিনা ট্রাস্টের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে জন্মগত ঠোঁটকাটা ও তালুফাটা শিশুদেরর্ বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে।
চলতি
বছরে প্রতি মাসে বিনামূল্যে অপারেশনের অংশ হিসেবে দেশের বিশিষ্ট প্লাস্টিক
সার্জন অধ্যাপক ডা: শামসুদ্দিন আহমদের নেতৃত্বে গতকাল কল্যাণপুরের ইবনে
সিনা হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারে (ফুয়াদ-আল-খতীব ইউনিট) ১১ শিশুকে
চিকিৎসা প্রদান করা হয়। ওই প্রোগ্রামে ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ
ডিরেক্টর, হসপিটাল সার্ভিসেস ব্রি. জে. (অব:) ডা: ওয়ালিউর রহমান চৌধুরী,
ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারের (এফ কে ইউনিট) ডেপুটি
ডিরেক্টর মেজর (অব:) ডা: তৌফিক মুনিম, ইবনে সিনা ট্রাস্টের হেড অব
মার্কেটিং এ এন এম তাজুল ইসলাম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো:
আতাউর রহমান ও সংশ্লিষ্ট হাসপাতালের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
এডমিন মো: বেলাল হোসাইনসহ ট্রাস্টের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
No comments