মহাজোটে নেই জাতীয় পার্টিঃ এরশাদ
জাতীয় পার্টি আর মহাজোটে নেই বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান সাবেক
রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি
বিমানবন্দরে তিনি এ দাবি করেন।
এরশাদ বলেন, মহাজোটে থেকে নয়, আমরা এককভাবে নির্বাচন করব। জাস্ট নিউজ।
যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল ব্রেকফাস্ট বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে অবস্থান করছেন এরশাদ। ওয়াশিংটন যাওয়ার পথে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে যাত্রাবিরতি করেন তিনি।
জন এফ কেনেডি বিমানবন্দরে এরশাদ বলেন, আমরা মনে করি, নির্বাচন কমিশনকে শক্তিশালী ও স্বতন্ত্র করার মাধ্যমে নিরপে ও স্বচ্ছ নির্বাচন করা সম্ভব।
আগামী নির্বাচনে আওয়ামী লীগের যেমন জোট আছে, ঠিক তেমনি প্রয়োজনে জাতীয় পার্টির নেতৃত্বেও নির্বাচনী জোট হতে পারে বলে জানান তিনি।
এরশাদ বলেন, সম্ভাব্য নতুন এ জোট নিয়ে অনেকেরই আগ্রহ আছে। তবে এসব এখনো আলোচনার পর্যায়ে আছে। কোনো রূপরেখা স্পষ্ট না হওয়া পর্যন্ত এ নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে মুখ খুলবো না।
যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল ব্রেকফাস্ট বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে অবস্থান করছেন এরশাদ। ওয়াশিংটন যাওয়ার পথে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে যাত্রাবিরতি করেন তিনি।
জন এফ কেনেডি বিমানবন্দরে এরশাদ বলেন, আমরা মনে করি, নির্বাচন কমিশনকে শক্তিশালী ও স্বতন্ত্র করার মাধ্যমে নিরপে ও স্বচ্ছ নির্বাচন করা সম্ভব।
আগামী নির্বাচনে আওয়ামী লীগের যেমন জোট আছে, ঠিক তেমনি প্রয়োজনে জাতীয় পার্টির নেতৃত্বেও নির্বাচনী জোট হতে পারে বলে জানান তিনি।
এরশাদ বলেন, সম্ভাব্য নতুন এ জোট নিয়ে অনেকেরই আগ্রহ আছে। তবে এসব এখনো আলোচনার পর্যায়ে আছে। কোনো রূপরেখা স্পষ্ট না হওয়া পর্যন্ত এ নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে মুখ খুলবো না।
No comments