ফেসবুক থেকে দূরে রাখতে ঘুষ!

সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুক থেকে দূরে থাকার শর্তে বাবার কাছ থেকে ২০০ ডলার পাচ্ছে এক কিশোরী। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ওই কিশোরীর নাম র‌্যাচেল বেয়ার (১৪)। পাঁচ মাসের জন্য ফেসবুকে নিজের অ্যাকাউন্ট বন্ধ করতে রীতিমতো একটি আইনি চুক্তি পর্যন্ত করেছে সে।
মেয়ের সময় নষ্ট হচ্ছে, পড়ালেখায় মনোযোগ থাকছে না_এমন চিন্তায় বাবা পল বেয়ারও দুই কিস্তিতে র‌্যাচেলকে ২০০ ডলার দিতে রাজি হয়েছেন।
গত সোমবার বাবা ও মেয়ের মধ্যে সমঝোতা হয়েছে। সে অনুযায়ী, পল আগামী এপ্রিলে প্রথম কিস্তির ৫০ ডলার দেবেন র‌্যাচেলকে। জুনে দেওয়া হবে বাকি ১৫০ ডলার। বোস্টন তেল-গ্যাস কম্পানির ভাইস-প্রেসিডেন্ট পল জানান, তাঁর মেয়ে রাজি হয়েছে, কারণ সে কিছু অর্থও আয় করতে চায়। ছয় মাস পর আবারও ফেসবুকে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে র‌্যাচেলের। সূত্র : জিনিউজ।

No comments

Powered by Blogger.